(বাঁ দিক থেকে) নিহত রাজা রঘুবংশী, সোনম রঘুবংশী এবং সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। — ফাইল চিত্র।
আদালতে জামিনের আবেদন করলেন মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনে অভিযুক্ত সোনম রঘুবংশী। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হবে। সোনমের আইনজীবীর দাবি, মামলার চার্জশিটে একাধিক ‘ভুলত্রুটি’ রয়েছে। সে সব অসঙ্গতির কারণ দেখিয়েই জামিন চাইবেন তাঁর মক্কেল।
আইনজীবী তুষার চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার জামিনের আবেদন করেছেন সোনম। পুলিশের দাখিল করা চার্জশিটে বিস্তর ‘ভুলত্রুটি’ রয়েছে বলে দাবি করেছেন সোনমের আইনজীবী। তবে মামলার নথি পরীক্ষা করার জন্য সরকার পক্ষের তরফে সময় চাওয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর সোহরা মহকুমা আদালতে ওই মামলার শুনানি হবে।
মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে গত সপ্তাহেই আদালতে ৭৯০ পাতার চার্জশিট জমা করেছিল মেঘালয় পুলিশ। চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে রাজার স্ত্রী সোনমের। শুধু সোনম নন, হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে তাঁর প্রেমিক রাজ কুশওয়াহারও। সূত্রের খবর, কী ভাবে খুনের ঘটনা সংগঠিত করা হয়, তার বিস্তারিত বর্ণনা রয়েছে সেই চার্জশিটে। পুলিশের আরও দাবি, সোনমই খুনের পরিকল্পনা করেছিলেন। সেই মতো সোনমের উপস্থিতিতে রাজাকে খুন করেন তাঁর প্রেমিক রাজ। সোনম ও রাজ ছাড়াও চার্জশিটে রয়েছে আকাশ রাজপুত, আনন্দ কুর্মি এবং বিশাল সিংহ চৌহানের নাম। রাজাকে খুনের ঘটনায় রাজকে সাহায্য করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৩ (১), ২৩৮ (এ) এবং ৬১ (২) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই চার্জগঠন করা হয়েছে আদালতে।
চলতি বছরের ২৩ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়ে যান রাজা ও তাঁর স্ত্রী সোনম। ১০ দিন পর ২ জুন চেরাপুঞ্জির এক জলপ্রপাতের ধারে রাজার দেহ উদ্ধার হয়। রাজাকে খুনের অভিযোগে সোনমের প্রেমিক-সহ তিন ভাড়াটে খুনিকে গ্রেফতার করে পুলিশ। পরে উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনমকে।