এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফুটপাতবাসী মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেল প্রাঙ্গণে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই কারারক্ষীর বিরুদ্ধে! শুক্রবার অসমের শ্রীভূমি জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুই কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অসমের শ্রীভূমি জেলার করিমগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, রাত প্রায় দেড়টা নাগাদ ফুটপাতবাসী এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে জেলা কারাগার প্রাঙ্গণে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন জেলেরই দুই রক্ষী। সে সময় পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। তাঁরাই দুই কারারক্ষীকে হাতেনাতে ধরে ফেলেন। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। ধৃত দু’জন গুয়াহাটির পাঞ্জাবাড়ি এবং বোরাগাঁও এলাকার বাসিন্দা। শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা বলেন, ‘‘খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশের একটি দল। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক ভাবে প্রতিবন্ধী ওই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সে সময় তিনি রাস্তায় একা ছিলেন। সেই সুযোগেই তাঁকে জোর করে জেলের ভিতর টেনে নিয়ে গিয়েছিলেন অভিযুক্তেরা।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই দুই ধৃতকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হবে। অন্য দিকে, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তাঁর বয়ানও সংগ্রহ করা হবে।