Bombay High Court

আধার, এপিক, প্যান থাকলেই নাগরিক বলে প্রমাণ হয় না! অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে মন্তব্য বম্বে হাই কোর্টের

আদালতে অভিযুক্ত দাবি করেন, তাঁর কাছে এ দেশের আধার, প্যান এবং ভোটার কার্ড রয়েছে। যা ভারতের নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট। তা হলে কেন তাঁকে বাংলাদেশি বলা হচ্ছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:০৩
Share:

প্রতীকী ছবি।

আধার, প্যান বা ভোটার কার্ড থাকলেই কোনও ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে মঙ্গলবার মঙ্গলবার এমনই মন্তব্য করেছে বম্বে হাই কোর্ট। যে ব্যক্তির জামিন খারিজ করেছে আদালত, তিনি বাংলাদেশি বলে অভিযোগ উঠেছিল। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভুয়ো নথি বানিয়ে দশ বছর ধরে এ দেশেই থাকছিলেন বলে অভিযোগ।

Advertisement

মঙ্গলবার বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বাবু আব্দুল রউফ সর্দার নামে এক ব্যক্তির জামিন খারিজ করে দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বৈধ পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন তিনি। তার পর ভারতে এসে ভুয়ো নথি দিয়ে আধার, প্যান এবং পাসপোর্টও তৈরি করেছেন। তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তার পরই তিনি বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন।

আদালতে অভিযুক্ত দাবি করেন, তাঁর কাছে এ দেশের আধার, প্যান এবং ভোটার কার্ড রয়েছে। যা ভারতের নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট। তা হলে কেন তাঁকে বাংলাদেশি বলা হচ্ছে? যদিও তাঁর এই যুক্তি গ্রাহ্য হয়নি আদালতে। বিচাপরতি বোরকার ওই ব্যক্তির জামিন খারিজ করে দিয়ে জানান, শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতো নথি থাকলেই একজন ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক হিসাবে দাবি করতে পারেন না। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে, কে নাগরিক হতে পারেন, কী ভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে। আধার, প্যান এবং ভোটার কার্ডের মতো নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement