Indigo Flight

মাঝ-আকাশে আতঙ্ক! ওড়ার পরেই যান্ত্রিক ত্রুটি আবু ধাবিগামী ইন্ডিগোর বিমানে, নামানো হল কোচি বিমানবন্দরে

জানা গিয়েছে, কেরলের কোচি বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী এবং ছ’জন ক্রু সদস্য নিয়ে উড়েছিল ইন্ডিগোর ৬ই-১৪০৩ বিমানটি। বিমানটি যাচ্ছিল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ওড়ার পরেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ল ইন্ডিগোর বিমানে। জরুরি ভিত্তিতে অবতরণের বার্তা পাঠিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তার পর আবার বিমানের মুখ ঘুরিয়ে নামিয়ে আনা হয় কোচি বিমানবন্দরে। শুক্রবার গভীর রাতের ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, কেরলের কোচি বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী এবং ছ’জন ক্রু সদস্য নিয়ে উড়েছিল ইন্ডিগোর ৬ই-১৪০৩ বিমানটি। বিমানটি যাচ্ছিল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে। কোচি বিমানবন্দর থেকে শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে ওড়ে বিমানটি। প্রায় দু’ঘণ্টা ওড়ার পর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেটি লক্ষ করামাত্রই কোচির এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। এটিসির থেকে সবুজ সঙ্কেত পেতেই বিমানের মুখ ঘুরিয়ে আবার কোচি বিমানবন্দরে অবতরণ করানো হয়।

সূত্রের খবর, যাত্রীদের জন্য বিকল্প একটি বিমানের ব্যবস্থা করা হয়। রাত সাড়ে ৩টে নাগাদ যাত্রীদের নিয়ে সেই বিমানটি আবু ধাবির উদ্দেশে রওনা হয়। এক বিবৃতি জারি করে ইন্ডিগো জানিয়েছে, আবু ধাবিগামী ৬ই-১৪০৩ বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়তেই সেটিকে কোচি বিমানবন্দরে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় ইন্ডিগো। পাশাপাশি, যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থাটি।

Advertisement

শুক্রবারই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে ইঞ্জিনে গোলযোগ ধরা পড়ে। বিমানটি দিল্লি থেকে ইনদওর যাচ্ছিল। ওড়ার পরেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কিন্তু পাইলট ইনদওর বিমানবন্দরে নিরাপদে বিমানটি অবতরণ করান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement