Mumbai Blast Threat

মুম্বই ওড়ানোর হুমকি: নয়ডা থেকে ধৃত অভিযুক্ত! ৪০০ কেজি আরডিএক্স, মানববোমা দিয়ে বিস্ফোরণের হুমকি দেন

প্রসঙ্গত, মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ হেল্পলাইনে হুমকি বার্তা আসে বৃহস্পতিবার। সেখানে বলা হয়, মুম্বইয়ের নানা জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯
Share:

নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিত্বমূলক ছবি।

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে মুম্বই— এই হুমকির ঘটনায় উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অশ্বিনী। নয়ডার সেক্টর ১১৩ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর।

Advertisement

প্রসঙ্গত, মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ হেল্পলাইনে হুমকি বার্তা আসে বৃহস্পতিবার। সেখানে বলা হয়, মুম্বইয়ের নানা জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তা-ই নয়, আরও বলা হয়, ৪০০ কেজি আরডিএক্স দিয়ে সেই বিস্ফোরণ ঘটিয়ে এক কোটি মানুষকে খুন করা হবে। আর সেই বিস্ফোরণ ঘটাতে ৩৪টি মানববোমা শহরে ঢুকেছে। ১৪ জন পাক জঙ্গিও শহরে ঢুকে পড়েছে বলে হুমকি দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হুমকি পাঠানো হয় লশকর-ই-জিহাদির নাম উল্লেখ করে।

পুলিশের কাছে এই হুমকি বার্তা আসার পরেও গোটা মুম্বই জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। সংবেদনশীল জায়গাগুলিতে নজরদারি আঁটসাঁট করা হয়। মুম্বই জুড়ে এখন গণেশ চতুর্থীর উৎসব চলছে। তার মধ্যেই এ রকম একটি হুমকিবার্তা আসায় হুলস্থুল পড়ে যায়। তল্লাশি শুরু হয় বার্তা প্রেরকের। পুলিশের সাইবার শাখা এবং অপরাধদমন শাখার যৌথ উদ্যোগে বার্তা প্রেরকের হদিস মেলে নয়ডায়। সঙ্গে সঙ্গে নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংহের সঙ্গে যোগাযোগ করে মুম্বই পুলিশ। নয়ডা পুলিশ একটি দল গঠন করে বার্তা প্রেরকের তল্লাশিতে নামে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর পেয়ে নয়ডার ১১৩ সেক্টরে হুমকিবার্তা প্রেরকের হদিস মেলে। সূত্রের খবর, অভিযুক্তের নাম অশ্বিনী। তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement