Crime

নাবালিকাকে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ, পলাতক মাদ্রাসা শিক্ষক

ছয় বছরের নাবালিকাকে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ উঠল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১১:৫৩
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

ছয় বছরের নাবালিকাকে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ উঠল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। নয়ডার সেক্টর ১১৫-এর একটি মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। তবে শিক্ষক এখনও অধরাই।

Advertisement

মৌলবী লাদাক হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। তিনি জানান, তাঁর মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। যখন মেয়েকে দেখতে গিয়েছিলেন তখন ওর পিঠে বেল্টের দাগ দেখতে পান। মেয়েটি তখন বাবাকে জানায়, শিক্ষকই মারধর করেছে।

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পর মেয়েটির বাবাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে ‘নন কগনিসেবল রিপোর্ট’ দাখিল করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ২১ বছরের লিভ-ইন পার্টনার মডেলকে ধর্ষণ, মুম্বইয়ে গ্রেফতার ৫৫ বছরের চিকিৎসক​

ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানিয়েছেন সেক্টর ৪৯-এর স্টেশন হাউস অফিসার অজয় আগরওয়াল।

আরও পড়ুন: লজের ঘরে তরুণীর রক্তাক্ত দেহ, পাশে কাঁদছে শিশু​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement