Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Crime

লজের ঘরে তরুণীর রক্তাক্ত দেহ, পাশে কাঁদছে শিশু

লজের ঘরে পড়ে রয়েছে এক তরুণীর মৃতদেহ। পাশে বসে কাঁদছে এক শিশু।

প্রতীকী ছবি। ছবি: শৌভিক দেবনাথ।

প্রতীকী ছবি। ছবি: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১০:৫২
Share: Save:

লজের ঘরে পড়ে রয়েছে এক তরুণীর মৃতদেহ। পাশে বসে কাঁদছে এক শিশু। বুধবার রাতে ডানকুনিতে দিল্লি রোডের ধারে একটি লজের ঘটনা।

মৃতদেহ দেখে লজের কর্মীরাই ডানকুনি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডানকুনির ওই লজের ঘর থেকে দীর্ঘ ক্ষণ ধরে ভেসে আসছিল শিশুর কান্নার শব্দ। কান্না না থামায় কী হয়েছে খোঁজ করতে লজের ঘরে উপস্থিত হন কর্মীরা। সেখানে গিয়েই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় লজের কর্মীদের।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। বছর তেইশের ওই তরুণীর নাম পিঙ্কি ঘোষ। তাঁর সঙ্গে এক যুবকও ছিলেন। ঘটনার পর থেকে তিনি উধাও। পুলিশের সন্দেহ, ওই যুবকই পিঙ্কিকে খুন করে পালিয়ে গিয়েছেন। তাঁর সন্ধান শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ২১ বছরের লিভ-ইন পার্টনার মডেলকে ধর্ষণ, মুম্বইয়ে গ্রেফতার ৫৫ বছরের চিকিৎসক

লজের কর্মীরা জানিয়েছেন, দিল্লি রোডের ধারে ওই লজে বুধবার বিকেল নাগাদ এক যুবকের সঙ্গে পিঙ্কি আসেন। তাঁদের লজে ঘর বুক করেন। সঙ্গে ওই শিশুটিও ছিল। দম্পতি পরিচয়েই তাঁরা নাম লিখিয়েছিলেন। এর পর থেকে তাঁরা ঘরের ভিতরেই ছিলেন। তার পর কাউকে ঘরের বাইরে যেতে দেখা যায়নি বলে কর্মীদের দাবি।

আরও পড়ুন: লক্ষ্য রাহুল, নিশানায় তিন প্রাক্তনও, প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব কংগ্রেসের

ফলে কখন ওই ঘটনা ঘটল, কখনই বা পালিয়ে গেলেন ওই যুবক, তা টের পাননি কেউ। প্রশ্ন উঠেছে লজের নিরাপত্তা নিয়েও। ওই শিশুর কান্নার শব্দেই বিষয়টি তাদের নজরে আসে বলে লজ কর্তৃপক্ষের দাবি।

আরও পড়ুন: অভিষেকের কেন্দ্রে ‘দুর্নীতিহীন প্রার্থী’ ফুয়াদকে ভোট দেওয়ার ডাক নাসিরুদ্দিনের

পুলিশ এখনও এ বিষয়ে কিছু জানায়নি। তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, লজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবক যে পরিচয়পত্র ব্যবহার করে ঘর বুক করেছিলেন, সেটাও ভুয়ো কি না খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Police Dankuni Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE