ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলার সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন হাওড়ার বুথ স্তরের আধিকারিক (বিএলও) অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে এ বার হাওড়ার এক হাসপাতালে ভর্তি করানো হল। পরিবার সূত্রে খবর, আগের হাসপাতালে চিকিৎসার খরচ বহন করতে সমস্যা হচ্ছিল। তাদের আবেদনে ব্যবস্থা করেছেন জেলাশাসক।
মঙ্গলবার সন্ধ্যায় কাজের সময় অসুস্থ হয়ে পড়েন ডোমজুড় বিধানসভার ৬৩ নম্বর বুথের অনির্বাণ। পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে খবর, সেখানে চিকিৎসার খরচ বহনে সমস্যা হচ্ছিল। অনির্বাণের স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জেলাশাসকের কাছে আবেদন করেছিলেন। সেই মতো তিনি ব্যবস্থা করেন। শুক্রবার হাওড়ার হাসপাতালে ভর্তি করানো হয় অনির্বাণকে।
তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলপ-১ গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর আগে তাঁর এক বিরল রোগ হয়েছিল এবং তাঁর চিকিৎসাও চলছিল। রাজীবের দাবি, এই অবস্থায় অনির্বাণ এসআইআরের কাজে অংশগ্রহণ করতে চাইছিলেন না। এই মর্মে তিনি নির্বাচন কমিশনকে অসুস্থতার কারণ এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েও আবেদন জানিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তা শোনেনি বলে অভিযোগ ওই তৃণমূল নেতার। তিনি জানান, একেই অনির্বাণ অসুস্থ ছিলেন, তিনি ঠিক মতো হাঁটতে পারতেন না।