National News

পাক সেলেবদের ভারত ছাড়তে হুমকি দিল রাজ ঠাকরের দল

উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার জেরে এ বার কোপ পরল বলিউডের পাক সেলেবদের ওপর। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের ভারত ছেড়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিল মহারাষ্ট্র নব নির্মাণ সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০২
Share:

উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার জেরে এ বার কোপ পড়ল বলিউডের পাক সেলেবদের ওপর। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের ভারত ছেড়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিল মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। এই তালিকায় রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খানের মতো জনপ্রিয় অভিনেতা, পাক গায়ক আতিফ ইসলাম, পরিচালক তথা গায়ক আলি জাফর প্রমুখ।

Advertisement

নব নির্মাণ সেনার সিনেমা ওয়ার্কার্স ইউনিটের প্রধান অময় খোপকার বলেছেন, ‘‘আমরা পাকিস্তানি অভিনেতাদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। তার পর তাঁদের দেশ থেকে ঠেলে বের করে দেওয়া হবে।’’ সেই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে, পাক তারকারা ভারত না ছাড়লে যে কোনও জায়গায় তাঁদের ওপর হামলা হতে পারে। তারা ‘বেধড়ক’ মার খাবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শিবসেনার হুমকিতে মুম্বইতে গজল সম্রাট গুলাম আলির কনসার্ট বাতিল করা হয়েছিল। এমএনএসের হুমকির পর পাক সেলেবদের নিরাপত্তায় প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

Advertisement

আরও পড়ুন, মধ্যরাতে পাক আকাশে এফ-১৬, নিয়ন্ত্রণ রেখায় প্রস্তুত ভারতীয় সেনাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement