এসইউসিআই প্রার্থীর তোপ বিজেপিকে

বিজেপির ‘ভিশন ডকুমেন্ট’-এ নাগরিকত্বের কথা উপেক্ষিত হওয়ায় সরব হয়েছেন শিলচরের এসইউসিআই প্রার্থী প্রদীপকুমার দেব। দু’দিন ধরে তিনি নির্বাচনী প্রচারে এই বিষয়েই গুরুত্ব দিচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৪:০৫
Share:

বিজেপির ‘ভিশন ডকুমেন্ট’-এ নাগরিকত্বের কথা উপেক্ষিত হওয়ায় সরব হয়েছেন শিলচরের এসইউসিআই প্রার্থী প্রদীপকুমার দেব। দু’দিন ধরে তিনি নির্বাচনী প্রচারে এই বিষয়েই গুরুত্ব দিচ্ছেন। প্রদীপবাবু জানান, বিজেপি যে কোনওমতেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে না, সে ব্যাপারে এসইউসিআই নিশ্চিত ছিল। তাই বার বার আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছিল। তিনি বলেন, ‘‘আসুর নেতাদের একের পর এক দলে টানার পরই নাগরিকত্ব নিয়ে গেরুয়াবাহিনীর অবস্থান স্পষ্ট হয়ে যায়। তার উপর এ বার জোট বেঁধেছে অসম গণ পরিষদের সঙ্গে।’’ তাঁর অভিযোগ, কংগ্রেস যে ভাবে বিষয়টিকে দীর্ঘকাল ঝুলিয়ে রেখেছে, বিজেপিও একই পথ ধরেছে। সিপিএম প্রার্থী সুপ্রিয় ভট্টাচার্যও বিজেপি-র ভিশন ডকুমেন্টে বরাকবাসীর মুল সমস্যা নিয়ে কোনও উল্লেখ নেই বলে মন্তব্য করেন। বিজেপির ভিশন ডকুমেন্ট নিয়ে উপত্যকায় চর্চায় মেতেছে অ-রাজনৈতিক সংগঠনগুলিও। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি নীতীশকুমার ভট্টাচার্য বলেন, ‘‘এতে নাগরিকত্ব, ডিটেনশন ক্যাম্প, ডি ভোটারের উল্লেখ পর্যন্ত নেই। মিনি সচিবালয় বা অন্যান্য যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর চেয়ে অনেক বেশি জরুরি ছিল উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন দলটির অবস্থান জানা।’’ তাঁর বক্তব্য, অসমে অ-অসমিয়া জনগোষ্ঠীর নিরাপদ বসবাসের ব্যাপারেও নীরব বিজেপি। অথচ অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালনের কথা বলা হয়েছে, যে চুক্তির দরুণ অসমের বাঙালিরা যন্ত্রণায় ভুগছে। এনআরসি-ও তাতে স্থান পাবার দাবি রাখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন