Oath Ministry

কেউ প্রাক্তন আমলা, কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রী, আনকোরা এই মুখদের উপরেই ভরসা রাখছেন মোদী

নতুন সরকারের যাত্রা শুরুর মুখে নরেন্দ্র মোদী যেন আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। সেই শক্তির ছাপই যেন পড়ল মন্ত্রিসভায়। একগুচ্ছ আনকোরা নতুন মুখ এনে মন্ত্রিসভায় চমক তৈরি করল মোদী সরকার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১১:৪৭
Share:
০১ ২০

নতুন সরকারের যাত্রা শুরুর মুখে নরেন্দ্র মোদী যেন আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। সেই শক্তির ছাপই যেন পড়ল মন্ত্রিসভায়। একগুচ্ছ আনকোরা নতুন মুখ এনে মন্ত্রিসভায় চমক তৈরি করল মোদী সরকার।

০২ ২০

দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে এ বারই প্রথম মন্ত্রী করা হচ্ছে অমিত শাহকে। কোন দফতর দেওয়া হবে তা নিয়ে এখনও জল্পনা চলছে।

Advertisement
০৩ ২০

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই নরেন্দ্র মোদীর প্রিয় প্রাক্তন বিদেশসচিব এস জয়শঙ্কর। পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি।

০৪ ২০

পশ্চিমবঙ্গ থেকে এ বারই প্রথম মন্ত্রী হতে চলেছেন দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের এই সাংসদকে বেছে নিয়েছেন অমিত শাহ। বাংলায় শপথ নিয়েছেন দেবশ্রী।

০৫ ২০

অসমের রামেশ্বর তেলি এ বার প্রথমবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন। বিপুল জনপ্রিয় এই নেতা ভাল মন্ত্রক পাবেন বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

০৬ ২০

রমেশ পোখরিয়াল নিশাঙ্ক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন একটা সময়। বিজেপির এই সাংসদ এ বছর মন্ত্রিসভায় যোগ দিলেন।

০৭ ২০

অর্জুন মুণ্ডা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন একটা সময়। বিজেপির এই সাংসদ এ বছর মন্ত্রিসভায় যোগ দিলেন।

০৮ ২০

প্রহ্লাদ জোশী কর্নাটকের তাবড় বিজেপি নেতা। আরএসএস ঘনিষ্ঠ এই নেতাও এলেন মন্ত্রিসভায়।

০৯ ২০

এ বারের মন্ত্রিসভায় জায়গা করে নিলেন অরবিন্দ সবন্ত। শিবসেনার এই নেতা এক সময়ে সরকারি কর্মচারী ছিলেন। চাকরি ছেড়ে প্রবেশ করেন রাজনীতিতে।

১০ ২০

বিজেপি সাংসদ জি কিষান রেড্ডি এ বারের মন্ত্রিসভার নতুন মুখ। তেলঙ্গানার বিজেপির প্রেসিডেন্ট ছিলেন তিনি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেড্ডি।

১১ ২০

অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশের সাংসদ। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমলের ছেলে তিনি। নতুন মন্ত্রিসভার অন্যতম মুখ অনুরাগ।

১২ ২০

রেণুকা সিংহ সারুতা ছত্তীসগঢ়ের সাংসদ। একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা এই নেত্রী শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসাবে।

১৩ ২০

রতনলাল কাটারিয়া হরিয়ানার সাংসদ। তিনি শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসাবে।

১৪ ২০

এ সুরেশ চান্নাবাসাপ্পা কর্নাটকের অন্যতম এক জন নেতা। চার চার বার সাংসদ পদে নির্বাচিত হয়েছেন তিনি।

১৫ ২০

সোম প্রকাশ ছিলেন পঞ্জাবের একজন আইএএস অফিসার। আমলা থেকে এ বার সরাসরি মন্ত্রিত্বে এলেন সোম। শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসাবে।

১৬ ২০

সঞ্জয় সামরাও ধোত্রে মহারাষ্ট্রের আকোলার সাংসদ ছিলেন। নতুন মন্ত্রিসভার অন্যতম মুখ তিনি।

১৭ ২০

ভি মুরলিধরন কেরলের সাংসদ। কেরলের কমিউনিস্ট পরিবেশে বড় হলেও যোগ দিয়েছিলেন বিজেপির ছাত্র সংগঠনে। তিনি শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসাবে।

১৮ ২০

কৈলাশ চৌধরি, রাজস্থানের সাংসদ। অমিত শাহই মন্ত্রী হিসাবে তাঁকে নির্বাচন করেছেন, এমনটাই বলছে বিজেপি সূত্র।

১৯ ২০

প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী, ওড়িশার বালেশ্বরের সাংসদ। খড়ের চালের বাড়ি থেকে উঠে আসা একেবারে সাদামাটা এই ব্যক্তি শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসাবে।

২০ ২০

নিত্যানন্দ রাই বিহারের হাজিপুরের সাংসদ। মন্ত্রিসভায় তিনিও নতুন মুখ এ বার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement