Monkey Menace

উত্তরপ্রদেশে ঘর থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গেল হনুমান! ছাদে জলভর্তি ড্রাম থেকে দেহ উদ্ধার

জানা গিয়েছে, ঘরের দরজা খোলা ছিল। দু’মাসের শিশুকে খাটে ঘুম পাড়িয়ে রেখে কাজ করছিল তার মা। পরিবারের অন্য সদস্যেরাও কাজে ব্যস্ত ছিলেন। দাবি, সেই সময় ঘরে ঢুকে শিশুটিকে তুলে নিয়ে যায় হনুমানের দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপ্রদেশে ঘরের ভিতর থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গেল একদল হনুমান। পরে একটি জলভর্তি ড্রাম থেকে উদ্ধার হয় শিশুটির দেহ।

Advertisement

জানা গিয়েছে, ঘরের দরজা খোলা ছিল। দু’মাসের শিশুকে খাটে ঘুম পাড়িয়ে রেখে কাজ করছিল তার মা। পরিবারের অন্য সদস্যেরাও কাজে ব্যস্ত ছিলেন। দাবি, সেই সময় ঘরে ঢুকে শিশুটিকে তুলে নিয়ে যায় হনুমানেরা। পরিবারের এক সদস্য জানিয়েছেন, ঘরে ঢুকে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তার মধ্যেই বাড়ির ছাদ থেকে শিশুর কান্নার আওয়াজ পান।

সেই আওয়াজ পেয়ে বাড়ির লোকেরা ছাদে গিয়ে দেখেন জলভর্তি ড্রামের মধ্যে পড়ে রয়েছে শিশুটি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, গ্রামে দীর্ঘ দিন ধরে হনুমানদের তাণ্ডব চলছে। বনদফতরকে খবর দেওয়া হলেও তারা কোনও পদক্ষেপ করেনি। হনুমানেরা গাছপালা, বাড়ির জিনিসের ক্ষতি করছে।

Advertisement

স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, হনুমানদের তাণ্ডব ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করুক প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement