parliament

চলতি মাসেই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন, আলোচ্য সূচিতে থাকতে পারে আটটি বিল!

২১ অগস্ট পর্যন্ত সংসদে বাদল অধিবেশন চলবে। ২১টি অধিবেশন হবে। মাঝে ১২ থেকে ১৮ অগস্ট বিরতি থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ২৩:১২
Share:

— ফাইল চিত্র।

সংসদে ২১ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সূত্রের খবর, আটটি বিল থাকতে পারে আলোচ্য সূচিতে। সেই সঙ্গে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাবও পেশ করা হতে পারে অধিবেশনে।

Advertisement

২১ অগস্ট পর্যন্ত সংসদে বাদল অধিবেশন চলবে। ২১টি অধিবেশন হবে। মাঝে ১২ থেকে ১৮ অগস্ট বিরতি থাকবে। সূত্র বলছে, বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, তা নিয়ে বিতর্ক হতে পারে সংসদে। এই বিষয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস এবং আরজেডি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কমিশনের কাজে স্থগিতাদেশ দেয়নি। তবে সময় নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছে। দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মাকে নিয়েও হতে পারে বিতর্ক। নগদকাণ্ডে তাঁর নাম জড়িয়েছে। বাদল অধিবেশনে তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। দ্রুত পদক্ষেপের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরাও।

পহেলগাঁও হামলা, তার পরবর্তীতে সিঁদুর অভিযান নিয়েও আলোচনা হতে পারে সংসদের বাদল অধিবেশনে। গত অধিবেশনে নতুন আয়কর বিল পেশ করা হয়েছিল সংসদে। তা যুগ্ম কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। সেই বিলও পাশ করানো হতে পারে বলে খবর। এই অধিবেশনে তা পাশ হলে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে আইন কার্যকর হবে। জাতীয় ক্রীড় শাসনব্যবস্থা বিল, জাতীয় ডোপিং-বিরোধী সংশোধনী বিলও পেশ করা হতে পারে। সেই সঙ্গে মণিপুর পণ্য ও পরিষেবা (সংশোধনী) বিল, জনবিশ্বাস (সংশোধনী) বিল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (সংশোধনী) বিল, কর আরোপ (সংশোধনী) বিলও পেশ করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement