India Russia Relation

ডোভালের পরে মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও! ট্রাম্পের সঙ্গে টানাপড়েনের মাঝে ভারত আরও গুরুত্ব দিচ্ছে রুশ-বন্ধুত্বে

আমেরিকার চোখরাঙানির পরেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করেনি ভারত। নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। এ অবস্থায় মস্কোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করছে দিল্লি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৫:৫১
Share:

(পিছনে) ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। (সামনে) এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মাঝে রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরে এ বার মস্কো যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২১ অগস্ট রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে দু’দেশের বিদেশমন্ত্রীর।

Advertisement

সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে শুল্ক ছিল ২৫ শতাংশ। পরে তা বৃদ্ধি করে ৫০ শতাংশ করে দেয় আমেরিকা। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণেই ভারতের উপর এই শুল্ককোপ, তা-ও গোপন রাখেননি মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া এবং ভারতকে এক বন্ধনীতে রেখে উভয় দেশের অর্থনীতিকেই ‘মৃত’ বলে কটাক্ষ করেছেন তিনি। তবে ট্রাম্পের শুল্ক-হুমকির পর রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করেনি ভারত। বরং, দীর্ঘদিনের বাণিজ্যিক বন্ধুর সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করার বার্তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।

ট্রাম্পের শুল্কনীতির জেরে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মাঝেই রাশিয়া থেকে ঘুরে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রুশ সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’ ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, অগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। যদিও নির্দিষ্ট ভাবে কোনও তারিখ এখনও জানা যায়নি। এরই মধ্যে রুশ বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, আগামী ২১ অগস্ট মস্কোয় বৈঠকে বসবেন দু’দেশের বিদেশমন্ত্রী। আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝে জয়শঙ্করের রাশিয়া সফর এই বৈঠকের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।

Advertisement

মার্কিন হুমকির পরে ভারত স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালও জানিয়ে দিয়েছেন, ভারত এখন অনেক শক্তিশালী রাষ্ট্র এবং কোনও ভাবেই মাথা নত করবে না। এই কূটনৈতিক টানাপড়েনের আবহে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করে সমাজমাধ্যমে মোদী লেখেন, তাঁরা দু’জনেই ভারত-রাশিয়ার সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দিয়েছেন। দুই দেশের কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়েও কথা বলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement