National News

ভারতীয় এই ‘বাবা’দের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন!

তাঁরা সন্ন্যাস নিয়েছেন। দাবি, ত্যাগ করেছেন লোভ-মোহ। অথচ তাঁদেরই ভাঁড়ার উপচে পড়ছে ধন সম্পদে। এমনকী বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্র মারফত যা জানা যায়, তাতে সম্পত্তির পরিমাণে দেশের অনেক শিল্পপতিকে অবলীলায় টেক্কা দিতে পারেন তাঁরা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১৬:১৬
Share:
০১ ০৭

বাবা রামদেব: পতঞ্জলি ব্র্যান্ড, পতঞ্জলি যোগপীঠ এবং দিব্যা যোগী মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা রামদেবের সম্পত্তির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।

০২ ০৭

মা অমৃতানন্দময়ী: দেশ-বিদেশে প্রায় তিন কোটি ভক্ত রয়েছে মাতা অমৃতানন্দময়ীর। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। নিজের নামে স্কুল, কলেজ, টিভি চ্যানেলও রয়েছে তাঁর।

Advertisement
০৩ ০৭

শ্রী শ্রী রবিশঙ্কর: আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের বাৎসরিক আয় প্রায় হাজার কোটি। বিশ্বের ১৫১টি দেশে প্রায় তিন কোটি সদস্য রয়েছে আর্ট অব লিভিং ফাউন্ডেশনের।

০৪ ০৭

শ্রী আসারাম বাপু: আলোচিত এবং বিতর্কিত ধর্মগুরুদের মধ্যে অন্যতম আসারাম বাপু। এই মুহূর্তে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন তিনি। সারা দেশে বাপুর ৩৫০টি আশ্রম রয়েছে। রয়েছে ১৭ হাজার বাল শঙ্কর কেন্দ্রও। এই মুহূর্তে তাঁর বাৎসরিক আয় প্রায় ৩৫০ কোটি টাকা।

০৫ ০৭

গুরমিত রাম রহিম সিংহ: সদ্যই দু’টি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে ২০ বছর জেলের সাজা পেয়েছেন বাবা রাম রহিম। ডেরা সচ্চা সৌদার কর্ণধার রাম রহিমের সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। তাঁর ডেরাতে রয়েছে ৭০০ একর চাষযোগ্য জমি, স্কুল, কলেজ, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, রিসর্ট, শপিংমল, হাসপাতাল এমনকী পেট্রোল পাম্পও। দেশ-বিদেশে ২৫০টি আশ্রম রয়েছে রাম রহিমের।

০৬ ০৭

শ্রী মোরাই বাপু: দেশ-বিদেশে রাম-কথা শোনান তিনি। এই সংক্রান্ত কোর্সও করান তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাৎসরিক আয় ১৫০ কোটি টাকা।

০৭ ০৭

অদ্ভুত বাবা শিবানন্দজি মহারাজ: বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাবারও বাৎসরিক আয় প্রায় ৪০ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement