সস্ত্রীক মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম। ছবি: সংগৃহীত।
ছত্তীসগঢ়ের বিজাপুরে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম। রবিবার তিনি আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর মাথার দিম ছিল আট লক্ষ টাকা।
গঙ্গালুর এরিয়া কমিটির সচিব ছিলেন দীনেশ। সূত্রের খবর, আত্মসমর্পণের জন্য তাঁর উপর প্রচন্ড চাপ আসছিল। গত কয়েক মাস ধরে মাওবাদীদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। গত দু’মাসে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৮০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদীর আত্মসমর্পণের ঘটনা তাঁদের বিরুদ্ধে অভিযানের অন্যতম সাফল্য বলেই মনে করছেন বাহিনীর অনেকেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। আর এক বছর সময় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যপূরণে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আর জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবারই সাত জন মাওবাদী আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার মিলিত দাম ছিল ৩২ লক্ষ টাকা। যে সাত জন আত্মসমর্পণ করেছিলেন তাঁদের মধ্যে টেকলগুড়ুমে হামলার অন্যতম চক্রী মাওবাদী দম্পতিও রয়েছেন। ২০২১ সালে টেকলগুড়ুমে মাওবাদী হামলায় ২২ জওয়ান নিহত হয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিজাপুরের বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়।