Mobile Theft

কুয়োয় ঝুলিয়ে ‘শাস্তি’! মোবাইল চুরির অভিযোগে ১২ বছরের বালককে অত্যাচারের ঘটনায় চাঞ্চল্য

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুয়োয় বালকটিকে ঝুলিয়ে রেখেছেন এক ব্যক্তি। বালকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে বার বার কাকুতি-মিনতি করছে যে, সে চুরি করেনি। তবুও কোনও হেলদোল নেই ওই ব্যক্তির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৩:৪৭
Share:

কুয়োয় ঝুলিয়ে ‘শাস্তি’ বালককে! ভিডিয়ো থেকে নেওয়া।

মোবাইল ফোন চুরির অভিযোগে ১২ বছরের বালককে কুয়োয় ঝুলিয়ে ‘শাস্তি’ দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুরের একটি গ্রামে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা দেখে গোটা দেশে নিন্দার ঝড়।

Advertisement

জানা গিয়েছে, ছতরপুরের আটখোনা গ্রামে এক ব্যক্তির মোবাইল চুরি যায়। চুরির সন্দেহে গ্রামেরই ১২ বছরের একটি বালকে ধরে কুয়োয় ঝুলিয়ে দেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে গ্রামেরই ১৪ বছর বয়সি এক বালক। সেই বালকই নির্যাতিত বালকের মা-বাবাকে ভিডিয়ো দেখায়। তার পর বালকের মা-বাবা পুলিশের দ্বারস্থ হন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পুরনো কুয়োয় একটি বালককে ঝুলিয়ে রেখেছেন এক ব্যক্তি। বালকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে বার বার কাকুতি-মিনতি করছে যে, চুরি করেনি। তবুও কোনও হেলদোল নেই ওই ব্যক্তির। উল্টে বার বারই বালকের হাত ছেড়ে দেওয়ার হুমকি দিতে দেখা যায় তাঁকে। বালকের হাত ছেড়ে দিলেই সে তলিয়ে যাবে কুয়োয়।

Advertisement

ভিডিয়ো দেখার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ দিকে যে ১৪ বছরের বালক ঘটনার ভিডিয়ো করেছে, তার অভিযোগ, পুলিশ তাকে মারধর করেছে। সে বলে, ‘‘আমি কেন ভিডিয়ো তুলেছি, তা নিয়ে পুলিশ আমাকে মেরেছে। পুলিশ বলেছে, যদি ভিডিয়ো না তুলতাম তা হলে বিষয়টি মিটমাট করে নিতে কোনও সমস্যাই হত না।’’ যদিও লবকুশ নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হেমন্ত নায়েক বালকের অভিযোগ অস্বীকার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement