Jyotiraditya Scindia

হাত চিহ্নে ভোট দিন, মুখ ফস্কে সিন্ধিয়া

কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক ছেদ করে চলতি বছরের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছেন মাধবরাওয়ের পুত্র ৪৯ বছরের জ্যোতিরাদিত্য।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০৩:৩৯
Share:

ছবি পিটিআই।

দল বদলেছেন এ বছরের গোড়ায়। কিন্তু জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পুরনো দলের নির্বাচনী প্রতীকে ভোট দেওয়ার কথা মুখ ফস্কে বলে ফেললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি ফের পুরনো দলে ফিরে যাচ্ছেন সিন্ধিয়া? তাঁর ঘনিষ্ঠরা বিষয়টিকে নেহাত কথার ভুল বলেই দাবি করছেন। সিন্ধিয়াও সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বিজেপির প্রতীক পদ্মে ভোট দেওয়ার আহ্বান জানান।

Advertisement

কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক ছেদ করে চলতি বছরের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছেন মাধবরাওয়ের পুত্র ৪৯ বছরের জ্যোতিরাদিত্য। আগামী ৩ নভেম্বর মধ্যপ্রদেশে ২৪টি বিধানসভা আসনের উপনির্বাচন। গত কাল গ্বালিয়র জেলার ডবরা কেন্দ্রে বিজেপি নেত্রী ইমরতী দেবীর হয়ে প্রচারে গিয়েছিলেন সিন্ধিয়া। সেখানেই উপস্থিত জনতার সামনে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা নিজেদের হাত মুঠো করুন এবং শিবরাজ সিংহ (রাজ্যের মুখ্যমন্ত্রী) আর আমাকে আশ্বস্ত করুন যে আপনাদের প্রতিটি ভোট হাতের বোতামেই পড়বে।” বলার পরেই নিজের ভুল সংশোধন করে নেন জ্যোতিরাদিত্য। বলেন, কমলেই (বিজেপির প্রতীকে) যেন সব ভোট পড়ে।

বিষয়টি জানাজানি হওয়ার পরে খোঁচা দিতে ছাড়েনি সিন্ধিয়ার পুরনো দল কংগ্রেস। টুইটারে তাদের কটাক্ষ, ‘‘জ্যোতিরাদিত্য ঠিকই বলেছেন, মধ্যপ্রদেশের মানুষ সব ভোট কংগ্রেসকেই দেবেন।’’ তবে হাত চিহ্নের কথা জ্যোতিরাদিত্য একেবারেই ভুলক্রমে বলে ফেলেছেন, দাবি মধ্যপ্রদেশ বিজেপি নেতৃত্বের। দলের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘এটা একেবারেই মুখ ফস্কে বলে ফেলেছেন উনি। এ রকম ভুল অনেকেই করে থাকেন। বলা মাত্রই উনি ভুল শুধরে নিয়েছেন। সবাই জানেন সিন্ধিয়া বিজেপির নেতা।’’

Advertisement

আরও পড়ুন: বিহারেও পুলওয়ামা অস্ত্র মোদীর, সঙ্গে রামমন্দির​

আজ আবার প্রাক্তন সতীর্থ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে একহাত নিয়েছেন জ্যোতিরাদিত্য। একটি সভায় বলেছেন কমল নাথ তাঁকে ‘কুকুর’ বলে সম্বোধন করেছিলেন। সেই অভিযোগ অবশ্য স্বীকার করেননি প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ। রবিবার তিনি বলেন, ‘‘আমি আবার এ কথা কবে বললাম!’’

আরও পড়ুন: মদ তো বন্ধ, কিন্তু জাহাঙ্গিরের মুদ্রা?​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন