Mulayam Singh Yadav

শেষ যাত্রাতেও মুলায়ম বুঝিয়ে দিলেন তাঁর গ্রহণযোগ্যতা, ‘অমর রহে’ স্লোগানে চিরবিদায় ‘নেতাজির’

সৈফই ময়দানের ধারে একাফালি জমিতে পঞ্চাশের দশকে ছিল মুলায়মদের কুস্তির আখড়া। সেখানেই হয়েছিল অন্ত্যেষ্টির আয়োজন। সেখানে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতা-নেত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

এটাওয়া শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ২১:৫৮
Share:

মুলায়মের শেষযাত্রায় অখিলেশ। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী রীতা বহুগুণা জোশী কেঁদে চলেছেন। চোখে জল তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নায়ডুর। থমথমে মুখে এক পাশে দাঁড়িয়ে কংগ্রেস নেতা কমল নাথ। মঙ্গলবার সমাজবাদী পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের শেষকৃত্যে রাজনীতি ছাপিয়ে দেখা গেল এমনই নানা মুহূর্ত।

Advertisement

এটাওয়া জেলার সৈফই গ্রামের পৈত্রিক ভিটের অদূরে মুলায়মকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছিল। ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন খড়্গে, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের মতো রাজনীতির পরিচিত মুখেরা।

সৈফই ময়দানের ধারে একাফালি জমিতে পঞ্চাশের দশকে ছিল মুলায়মদের কুস্তির আখড়া। সেখানেই হয়েছিল অন্ত্যেষ্টির আয়োজন। স্বামী অমিতাভ বচ্চনের জন্মদিনেও স্ত্রী জয়া এসেছিলেন ‘নেতাজির’ গ্রামে। সঙ্গে ছেলে অভিষেক। অখিলেশের সঙ্গে একান্তে কথাও বলেন তাঁরা। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় উত্তরপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর শেষকৃত্য।

Advertisement

প্রসঙ্গত, সোমবার সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হন মুলায়ম। গত ২ অক্টোবর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও রবিবার আচমকাই অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন