অখিলেশের রথের চাকায় সন্ধির বার্তা, হাজির মুলায়ম, শিবপাল

পরিবারে সন্ধির বার্তাকে সামনে তুলে ধরে রথযাত্রায় রওনা হলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টিতে এত দিনের টানাপড়েনের পরে পতাকা নেড়ে ছেলের রথযাত্রার সূচনা করলেন মুলায়ম সিংহ যাদব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০৩:২৭
Share:

রথযাত্রার সূচনায় (বাঁ দিক থেকে) অখিলেশ, মুলায়ম এবং শিবপাল যাদব। বৃহস্পতিবার লখনউয়ে। ছবি: এ পি।

পরিবারে সন্ধির বার্তাকে সামনে তুলে ধরে রথযাত্রায় রওনা হলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টিতে এত দিনের টানাপড়েনের পরে পতাকা নেড়ে ছেলের রথযাত্রার সূচনা করলেন মুলায়ম সিংহ যাদব। আর লখনউয়ে আজ সকালের অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে হাজির হয়েছিলেন কাকা শিবপাল যাদবও। লড়াইয়ের চেনা ছবিকে সামনে না এনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন তিনিও।

Advertisement

ক’দিন আগেই লখনউয়ে সমাজবাদী পার্টির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছিলেন শিবপাল। মঞ্চে দাঁড়িয়ে দলের অন্য নেতাদের সামনে ভাইপোকে ‘মিথ্যেবাদী’ আখ্যা দিয়েছিলেন তিনি। জায়গায় জায়গায় সংঘর্ষে জড়িয়েছিলেন সমাজবাদী পার্টির যুযুধান দুই শিবিরের সমর্থকেরা। কিন্তু আজকের অনুষ্ঠানে শুরু থেকেই ফুটে উঠেছিল ঐক্যের বার্তা। অখিলেশের রথযাত্রায় মুলায়ম, শিবপালের উপস্থিতিই শুধু নয়, তিন জনের কথাতেও ফুটে উঠেছে নতুন পথে চলার ইঙ্গিত।

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ঠিক এক মাস আগে এই বিকাশ রথযাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু পরিবারে টানাপড়েনের মধ্যে সেই কর্মসূচি পিছিয়ে দেন অখিলেশ। ফলে আজ সকালে লখনউয়ের লা মার্টিনিয়ার ময়দানে ছেলের রথযাত্রার সূচনার অনুষ্ঠানে মুলায়ম উপস্থিত হন কিনা, তা নিয়ে চরম অনিশ্চয়তা ছিল। কিন্তু সমর্থকদের সামনে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা শুধু উপস্থিতই হননি, শিবপাল ও অখিলেশকে নিজের দু’দিকে বসিয়ে সমর্থকদের সামনে ঐক্যের বার্তা তুলে ধরেছেন।

Advertisement

পুরনো লড়াইকে যে তিনি দূরে সরিয়ে রাখতে চান, গত কালই সেই ইঙ্গিত দিয়েছিলেন অখিলেশ। বলেছিলেন, ‘‘পিছন ফিরে তাকানোর কোনও দরকার নেই। রাজনীতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন।’’ আজ শিবপালের কথাতেও সেই সুরই শোনা গিয়েছে। ভইপোর রথযাত্রার সূচনা করতে গিয়ে শিবপালের মন্তব্য, ‘‘অখিলেশকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিকাশ থেকে আরও বিকাশের জন্য এই যাত্রা গোটা রাজ্যে ঐক্যের ছবিকে তুলে ধরবে। বিজেপির স্বপ্নকে আটকে দেবে এই রথযাত্রা।’’ শিবপাল বলেন, ‘‘বিকাশ রথ আসলে বিজয়ের দিকে যাত্রা। ২০১৭-য় এ রাজ্যে বিজেপিকে আটকানোই আমাদের লক্ষ্য।’’

তবে এত দিন ধরে এত লড়াইয়ের পরে নেতারা আচমকা ঐক্যের বার্তা দিলেই সমর্থকরা শুনবে কেন? কিছু ক্ষণের মধ্যেই অখিলেশ ও শিবপালের সমর্থকের মধ্যে মারামারি, চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয়ে যায়। শিবপাল তখন তাদের শান্ত করার চেষ্টা করেন। বলেন, ‘‘অতি উৎসাহে আপনারা নিজেদের বুদ্ধিবিবেচনা খুইয়ে ফেলবেন না।’’ অনুষ্ঠানে হাজির ছিলেন মুলায়মের অর এক ভাই রামগোপাল যাদবের ছেলে সাংসদ অক্ষয় যাদবও। তিনি বলেন, ‘‘মানুষ অখিলেশকে ভোট দেবেন। ওঁর নামেই ভোটে লড়ে জিতব আমরা।’’ স্ত্রী ডিম্পল যাদব সহ পরিবারের সবাইকে নিয়েই রথে চড়ে বসেন অখিলেশ। মুখ্যমন্ত্রীও জানিয়ে দেন, উন্নয়নকে পাখির চোখ করে রথযাত্রা শুরু করলেন তিনি।

লাল রঙের একটি মার্সিডিজ বাসকেই রথ হিসেবে সাজানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্ত়ৃতা দেওয়ার সুবিধা করে দিতে হাইড্রলিক লিফট বসানো হয়েছে এই বাসে। শীতাতপ নিয়ন্ত্রিত রথে রয়েছে দু’টি কামরা। রয়েছে খাবার রাখার ফ্রিজও। কিন্তু সমাজবাদী পার্টির নেতার সেই বিলাসবহুল রথ পথ চলতে শুরু করার কিছু ক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিকল রথকে পিছনে ফেলে তাই মুখ্যমন্ত্রীর গাড়িতেই উঠে পড়তে হয় অখিলেশকে।

রথের যাত্রাপথেই অখিলেশ জানিয়ে দেন, উত্তরপ্রদেশে ধর্মনিরপেক্ষ দলগুলির মহাজোট গড়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুলায়ম সিংহ যাদব। তাঁর মন্তব্য, ‘‘জোট গড়তে খোলা মন নিয়েই এগোতে চাইছি আমরা। তবে সব দিক বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেতাজিই নেবেন।’’ প্রশান্ত কিশোরের সঙ্গে মুলায়মের বৈঠকের পরে অখিলেশের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মহাজোট গড়ে তুলতে লখনউয়ে সমাজবাদী পার্টির সভা আগামী ৫ নভেম্বরে। সংযুক্ত জনতা দলের থেকে শরদ যাদব সেখানে উপস্থিত থাকবেন। তবে রথযাত্রার মধ্যেই কিছু সময়ের ছুটি নিয়ে অখিলেশ সেখানে পৌঁছে যাবেন কি? রাজনৈতিক মহলের খবর, শেষ মুহূর্তে মত না বদলালে ঐক্যের বার্তা দিতে ওই অনুষ্ঠানে হাজির হতে পারেন মুলায়ম-পুত্র। তার পর আবার নিজের রথে গিয়ে বসবেন তিনি।

সমাজবাদী পার্টির এই সন্ধির বার্তা নিয়ে আজ কটাক্ষ করতে ছাড়েননি মায়াবতী। তাঁর দাবি, অখিলেশকে কিছুতেই শান্তিতে বসতে দেবেন না শিবপাল। মায়বতীর কথা কতটা সত্যি হয়, সময়ই তার জবাব দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement