Delta Plus Variant

Delta Plus: ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু হল মুম্বইয়ে, মহারাষ্ট্রে দ্বিতীয়

স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানানো হয়েছে, মহিলার দু’টি টিকাই নেওয়া ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ০৯:৩৪
Share:

প্রতীকী ছবি।

কোভিডের ডেল্টা প্লাস রূপে আক্রান্ত হয়ে মুম্বইয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। গোটা মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ডেল্টা প্লাসে মারা গেলেন।

Advertisement

মুম্বইয়ের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২১ জুলাই কোভিড পজিটিভ ধরা বছর তেষট্টির এক মহিলার। ডায়াবিটিস-সহ বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল তাঁর। মুম্বইয়ে যে সাত জনের দেহে ডেল্টা প্লাস ধরা পড়েছিল, এই মহিলাও তাঁদের মধ্যে ছিলেন।

স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানানো হয়েছে, মহিলার দু’টি টিকাই নেওয়া ছিল। গত ২৭ জুলাই তাঁর মৃত্যু হয়। তাঁকে অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড এবং রেমডেসিভিরও দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। মহিলার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। বুধবার সেই রিপোর্ট এসে পৌঁছেছে।

Advertisement

মহিলার আরও দুই আত্মীয় ডেল্টা প্লাসে আক্রান্ত বলেও জানা গিয়েছে।

এর আগে মহারাষ্ট্রের রত্নগিরিতে এক ৮০ বছরের বৃদ্ধা ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন