Blood Donation

রক্ত দিয়ে হিন্দু শিশুর প্রাণ বাঁচালেন মুসলিম যুবক! সম্প্রীতির ছবি ধরা পড়ল নববর্ষে

রক্তাল্পতায় ভুগছিল শিশুটি। প্রয়োজন ছিল রক্তের। হন্যে হয়ে রক্তদাতার খোঁজ করছিলেন তার বাবা। সেই সময়ই ত্রাতা হিসাবে এগিয়ে আসেন এক মুসলিম যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৮:৩৪
Share:

রক্ত পাওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতীকী ছবি।

হিন্দু শিশুর জন্য রক্ত দিলেন মুসলিম যুবক। নতুন বছরের শুরুতে এমন সম্প্রীতির ছবিই ধরা পড়ল মধ্যপ্রদেশের ছাতারপুরে। রক্তাল্পতায় ভুগছিল ২ মাসের এক শিশু। রক্তের প্রয়োজন ছিল। হন্যে হয়ে রক্তদাতা খুঁজছিলেন শিশুর বাবা। ঠিক সেই সময়ই যেন ‘দেবদূতে’র মতো হাজির হলেন ৩৬ বছরের রাফাত খান।

Advertisement

কোনও রকম দ্বিধা না করেই হাসি মুখে শিশুকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচালেন রাফাত। তাঁর এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শিশুর বাবা জিতেন্দ্র।

শিশুটিকে বাঁচানোর জন্য দরকার ছিল এ পজিটিভ গ্রুপের রক্ত। এ জন্য হন্যে হয়ে খুঁজছিলেন ওই ব্যক্তি। দালালের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু, দালালের সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হন তিনি। এর পরই রাফাতের সঙ্গে যোগাযোগ করেন জিতেন্দ্র।

Advertisement

নমাজ পাঠের জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন রাফাত। সেই সময় ফোন পেয়েই কোনও কিছু না ভেবেই বাইকে করে দ্রুত জেলা হাসপাতালে যান। তার পর সেখানে গিয়ে রক্ত দান করেন। তাঁর রক্তে প্রাণে বেঁচেছে ওই শিশুটি। সংবাদ সংস্থা পিটিআইকে জিতেন্দ্র বলেছেন, ‘‘রাফাতের রক্তদানের পর আমার ছেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উনি একেবারে দেবদূতের মতো এলেন। হাসিমুখে রক্ত দান করেছেন।’’

তবে এই প্রথম বার নয়, ওর আগেও রক্তদান করেছেন রাফাত। গত ১ বছরে কমপক্ষে ১৩ বার রক্তদান করেছেন তিনি। তাঁর কথায়, এ কাজ করতে মন থেকে ভাল লাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন