Ramnavami

রামনবমীর মিছিলে ফলের রস খাওয়ালেন মুসলিমরা

এই আবহের মধ্যেই কর্নাটকে ফুটে উঠল দুই ধর্মের মিলনের চিত্র।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১৫:৪৭
Share:

কর্নাটকে রামনবমীর মিছিলে ফলের রস বিলি করছেন মুসলিমরা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ভোট প্রচারেও ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে। এই ঘৃণা-ভাষণ থেকে বিরত করতে গতকাল কমিশনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই আবহের মধ্যেই কর্নাটকে ফুটে উঠল দুই ধর্মের মিলনের চিত্র।

Advertisement

রামনবমীকে কেন্দ্র করে কর্নাটকের কালাবুরাগিতে বেরিয়েছিল বিশাল মিছিল। সেই মিছিলে অংশ নিয়েছিলেন প্রচুর মানুষ। মিছিলের সময় রোদ প্রখর হওয়ায় ভক্তরা স্বভাবতই একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন। পথক্লান্ত সেই সব রামভক্তকে রাস্তায় ফলের রস বিলি করল মুসলিম ধর্মাবলম্বীরা। প্রখর রোদে ফলের রস পেয়ে মহানন্দে খেয়েছেন রাম ভক্তরাও।

মুসলিমদের হাতে ফলের রস খাচ্ছেন হিন্দু ভক্তরা। এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই ঘটনার প্রশংসা করে বলেছেন, ‘এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে সব ধর্মের মানুষরাই হাত ধরে এক সঙ্গে এগিয়ে চলে।’

Advertisement

আরও পড়ুন: লোকসভা ভোটে লড়বেন ফুড ডেলিভারি বয়

আরও পড়ুন: ভারতে নিষিদ্ধ হতে পারে পাবজি গেম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন