কোর্টের প্রশ্নের মুখে সিবিআই

২১ অগস্ট পটনা সিবিআইয়ের এসপি জে পি মিশ্রকে বদলি করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় লখনউ ক্রাইম ব্রাঞ্চের এসপি দেবেন্দ্র সিংহকে। বিরোধীরা তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে সরব হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০২:৪৩
Share:

মুজফ্ফরপুর হোমে যৌন কাণ্ডের তদন্তের অগ্রগতি রিপোর্ট তাদের কাছে পেশ না করায় সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মা জানাল পটনা হাইকোর্ট। আজ প্রধান বিচারপতি মুকেশ শাহ এবং বিচারপতি রবি রঞ্জনের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি করেন। বিচারপতিরা সিবিআই এসপির বদলি নিয়েও কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর চেয়েছে। ২৭ অগস্ট পরবর্তী শুনানি। সে দিনই তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। সিবিআই তদন্তের অগ্রগতির খবর কী ভাবে সংবাদমাধ্যমে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতিরা।

Advertisement

২১ অগস্ট পটনা সিবিআইয়ের এসপি জে পি মিশ্রকে বদলি করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় লখনউ ক্রাইম ব্রাঞ্চের এসপি দেবেন্দ্র সিংহকে। বিরোধীরা তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে সরব হন। তাঁদের দাবি, জে পি মিশ্র হোম কাণ্ডের প্রধান অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের ডায়েরিতে ‘পটনা স্যার’-এর নাম খুঁজে পেয়েছিলেন। সে তদন্তে অনেকটাই এগিয়েছিলেন তিনি। মিশ্রের নেতৃত্বেই সিবিআই প্রাক্তন মন্ত্রী মঞ্জু বর্মার বাড়িতে অভিযান চালায়। জেরা করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী দামোদর রাউতকে। বিরোধীদের অভিযোগ, দুই মন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে প্রভাবশালীদের কাছ পর্যন্ত পৌঁছতে চেয়েছিলেন সিবিআই এসপি মিশ্র। তাই তাঁকে মাঝপথে সরানো হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন