National

উধাও সাড়ে তিন কোটির খোঁজ মিলল, আটক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই

অবশেষে খোঁজ মিলল উধাও হয়ে যাওয়া টাকার। টাকার সঙ্গে খোঁজ মিলল তার ‘নিখোঁজ’ মালিকেরও। আটক হলেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই। নাগাল্যান্ডের ডিমাপুর বিমানবন্দরে বুধবার পাওয়া সাড়ে তিন কোটি টাকা নিয়ে রহস্য ঘনীভূত হতে শুরু করেছিল গতকালই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৪:৩৬
Share:

প্রতীকী চিত্র

অবশেষে খোঁজ মিলল উধাও হয়ে যাওয়া টাকার। টাকার সঙ্গে খোঁজ মিলল তার ‘নিখোঁজ’ মালিকেরও। আটক হলেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই।

Advertisement

নাগাল্যান্ডের ডিমাপুর বিমানবন্দরে বুধবার পাওয়া সাড়ে তিন কোটি টাকা নিয়ে রহস্য ঘনীভূত হতে শুরু করেছিল গতকালই। ঘটনায় জড়িত সন্দেহে দিল্লিতে আটক করা হয় ওই টাকা সরিয়ে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত, বিহারের মুঙ্গেরের ব্যবসায়ী অমরজিৎ সিংহকে।

বুধবার তাঁর সঙ্গে ছিলেন নাগাল্যান্ডের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওর জামাই আনাতো জিমোমি। আনাতোর প্রসঙ্গে তখন থেকেই মুখে কুলুপ এঁটেছিল দিল্লি পুলিশ। অবশেষে এ দিন আটক করা হয়েছে জিমোমিকে। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা জিমোমির হাতে বাজেয়াপ্ত টাকা তুলে দেয়। নাগাল্যান্ডের এল এল ডঙ্গেল এ দিন বলেন, “সিআইএসএফ টাকা উদ্ধার করলেও তা আয়কর দফতরের হাতে তুলে দেয়নি। তার কারণ জিমোমি তাদের আয়কর দফতরেরই একটি নোটিশ দেখিয়েছিল। সেই টাকার পুরোটাই উদ্ধার হয়েছে।”

Advertisement

সিআইএসএফ সূত্রে খবর, মঙ্গলবার সকালে হরিয়ানার হিসার থেকে একটি চার্টার্ড বিমানে ডিমাপুরে নামেন অমরজিৎ। আগাম খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, তাঁর কাছে ৫০০ ও ১০০০ টাকার নোট মিলিয়ে মোট সাড়ে তিন কোটি টাকা রয়েছে। আয়কর অফিসাররা ওই টাকা বাজেয়াপ্তও করেন। কিন্তু অমরজিৎ জানান, আনাতোর সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সে জন্যই টাকা নিয়ে এসেছেন। সেই সময়েই আনাতো এসে বাজেয়াপ্ত টাকা নিয়ে যায়। আনাতো প্রাক্তন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওর জামাই। কেন্দ্রের বিজেপি সরকারের অন্যতম শরিক রিওর নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট।

আরও পড়ুন:
বেপাত্তা সাড়ে তিন কোটি, অভিযোগের তির প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাইয়ের দিকে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন