National News

‘সঙ্কটেও একেবারে শান্ত থাকেন’, মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডিসকভারি-র সঞ্চালক

মোদীর প্রশংসায় পঞ্চমুখ ‘ম্যান ভার্সেস ওয়াইন্ড’ শোয়ের খ্যাতনামা সঞ্চালক বেয়ার গ্রিলস। তাঁর মতে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়েলস শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১৬:৫৮
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভার্সেস ওয়াইন্ড’ শোয়ের সঞ্চালক বেয়ার গ্রিলস। ছবি: সংগৃহীত।

পরিস্থিতি প্রতিকূল হলেও শান্ত থাকেন। পরিচিত স্মিত হাসিটিও সর্বদা লেগে থাকে মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এমন প্রশংসাসূচক মন্তব্য তাঁর কোনও গুণমুগ্ধ ভক্তের নয়, ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভার্সেস ওয়াইন্ড’ শোয়ের খ্যাতনামা সঞ্চালক বেয়ার গ্রিলসের।

Advertisement

ওই শোয়ের একটি বিশেষ পর্বে গ্রিলসের সঙ্গে দেখা যাবে নরেন্দ্র মোদীকে। আগামী ১২ অগস্ট তার সম্প্রচার। উত্তরাখণ্ডের রেনফরেস্টে গিয়ে গ্রিলসের সঙ্গে শুটিং করেছেন মোদী। যার টিজার আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গ্রিলস। তাতে দেখা গিয়েছে, গ্রিলসের সঙ্গে নানা অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছেন মোদী। সংবাদ সংস্থা এএনআই-এর কাছে সেই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ গ্রিলস। তাঁর মতে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন মোদী। এমনকি, খারাপ আবহাওয়াতেও তাঁকে বিচলিত হতে দেখা যায়নি। গ্রিলসের কথায়, ‘‘মঞ্চে স্যুট পরা রাজনীতিকদের বেশ স্মার্ট দেখা যায়। তবে প্রকৃতির মাঝে সে সবের কোনও অর্থ নেই। সেখানে সকলেই সমান। একমাত্র নিষ্ঠাবান আর সাহসীরাই সেখানে পাত্তা পায়। প্রকৃতির সঙ্গে সমঝোতা করেই চলতে হয়।’’

উত্তরাখণ্ডে ৫২০ বর্গকিলোমিটারের বিশাল জায়গা জুড়ে রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। গোটা পার্কেই শুটিং হয়েছে ওই পর্বের। বাঘ ছাড়াও নানা বিপন্ন প্রাণীদের বাস সেখানে। মূলত বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনা প্রসারই এই অনুষ্ঠানের লক্ষ্য। সেখানে ওই শুটিং করতে গিয়ে প্রায় সব রকম প্রতিকূলতার মুখোমুখিই হয়েছেন গ্রিলস এবং মোদী। বাফটা অ্যাওয়ার্ড জয়ী গ্রিলসের কথায়, ‘‘ওখানে থাকার সময় আমরা বেশ বড়সড় পাথরে ধাক্কা খেয়েছি। প্রবল ঝড়ের মুখে পড়েছি। আমাদের যে দলটা ওখানে শুটিং করছিল, তারা একেবারে বিপদের মুখে পৌঁছে গিয়েছিল। তবে আমি দেখেছি, গোটা সফরে এত কিছু মাঝেও প্রধানমন্ত্রী একেবারে শান্ত ছিলেন।’’

Advertisement

আরও পড়ুন: কংগ্রেসের বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সনিয়া-রাহুল, বাকিরাই ঠিক করবেন পরবর্তী সভাপতি

‘ম্যান ভার্সেস ওয়াইন্ড’ শোয়ে বেয়ার গ্রিলসের সঙ্গে নানা অ্যাডভেঞ্চারে দেখা যাবে নরেন্দ্র মোদীকে। ছবি: সংগৃহীত।

মোদীর সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘আমরা যা-ই করি না কেন, সবেতেই শান্ত ভাবে রয়েছেন তিনি। এটা দেখতেও বেশ ভাল লাগছিল।’’ এর পর গ্রিলসের মন্তব্য, ‘‘প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তবেই মানুষের আসল চরিত্র বোঝা যায়। এটা মনে করিয়ে দেওয়া ভাল, যে সঙ্কটকালেও প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত শান্ত থাকেন।’’

আরও পড়ুন: সংবিধান মেনেই জম্মু-কাশ্মীরে ব্যবস্থা, ভারতের পাশে দাঁড়িয়ে বলল রাশিয়া

মোদীকে অত্যন্ত বিনয়ী বলে উল্লেখ করে গ্রিলস জানিয়েছেন, শুটিংয়ের সময় প্রবল বৃষ্টিতেও ছাতা ব্যবহার করেননি প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমার যেটা ভাল লেগেছে, তা হল তাঁর (নরেন্দ্র মোদী) মানবিকতাবোধ। তিনি অত্যন্ত বিনয়ী। এমনকি প্রবল বৃষ্টিতেও যখন তাঁর নিরাপত্তারক্ষীরা ছাতার জন্য এগিয়ে এসেছেন, তিনি বলেছেন, না না, আমি ঠিক আছি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন