Government Employees Pension Scheme

অবসরের এক দিন পরেই বকেয়া পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, পরের মাস থেকে চালু হবে পেনশন! নয়া নির্দেশিকা কেন্দ্রের

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া বা সুযোগ-সুবিধা দ্রুত প্রদানের লক্ষ্যেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। যে সব কর্মচারী অবসর নেবেন বা নিয়েছেন— তাঁদের যদি বকেয়া সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তা মেটানোর জন্য এক অফিসারকে দায়িত্ব দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:৫১
Share:

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরকালীন সুবিধা সময়মতো দেওয়ার জন্য নতুন নির্দেশিকা জারি করল নরেন্দ্র মোদী সরকার। পেনশনভোগীদের জন্য এক জন করে অফিসার বা ‘পেনশন বন্ধু’ নিয়োগ করার কথা জানানো হয়েছে নির্দেশিকায়। কেন্দ্রীয় সরকারের পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ এই নির্দেশিকা জারি করেছে।

Advertisement

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া বা সুযোগ-সুবিধা দ্রুত প্রদানের লক্ষ্যেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। যে সব কর্মচারী অবসর নেবেন বা নিয়েছেন— তাঁদের যদি বকেয়া সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তা মেটানোর জন্য এক অফিসারকে দায়িত্ব দেওয়া হবে। কোন কোন অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকেরাই ঠিক করে দেবেন। পেনশনভোগীদের যাবতীয় সমস্যা বা প্রয়োজনীয় নথি ঠিকঠাক করার দায়িত্বও সংশ্লিষ্ট অফিসারের। শুধু তা-ই নয়, যদি কোনও পেনশনভোগীর মৃত্যু হয়, তবে তাঁর পরিবার যেন সময়মতো পেনশন পায়, তার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

আন্তঃমন্ত্রক সমন্বয়ের মাধ্যমে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। শুক্রবার জারি করা নির্দেশিকার গুরুত্ব কী, তা-ও ব্যাখ্যা করা হয়েছে। পেনশন সংক্রান্ত বা অবসরকালীন বকেয়া পেতে যাতে কেন্দ্রীয় কর্মচারীদের সমস্যা না-হয়, সে জন্যই নতুন পদক্ষেপ।

Advertisement

পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগের দাবি, ভিজিল্যান্স ক্লিয়ারেন্সের অভাবে কেউ সুবিধা থেকে বঞ্চিত হোক, তা কাম্য নয়। প্রতি মন্ত্রক বা বিভাগের উচিত তাদের কর্মচারীদের মধ্যে যাঁদের অবসর আসন্ন, তাঁদের ভিজিল্যান্স ক্লিয়ারেন্স যেন অবসরগ্রহণের তিন মাস আগেই হয়ে যায়। অবসরগ্রহণের এক দিন পরেই যাতে কর্মচারীরা, তাঁদের সব বকেয়া পেয়ে যান, তা নিশ্চিত করতে হবে। অবসরগ্রহণের পরের মাসের প্রথম দিন থেকে যাতে পেনশন পেতে পারেন পেনশনভোগীরা, তা নিশ্চিত করার লক্ষ্যেই নয়া পদক্ষেপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement