‘স্বচ্ছ ভারত’ ইন্টার্নশিপ

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘গ্রীষ্মের ছুটির সময়ে এই উদ্যোগে সামিল হতে কলেজ পড়ুয়া, এনসিসি, এনএসএসের সদস্য এবং নেহরু যুব কেন্দ্রের পড়ুয়াদের অনুরোধ করছি। অক্টোবরে মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিনের আগে এটাই হবে আমাদের শ্রদ্ধার্ঘ্য।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ০৩:২৭
Share:

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে পড়ুয়াদের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ-এ যোগ দিতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘স্বচ্ছ ভারত’ অভিযানকে সফল করতে যুবকদের বিশেষ গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ-এ যোগ দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘গ্রীষ্মের ছুটির সময়ে এই উদ্যোগে সামিল হতে কলেজ পড়ুয়া, এনসিসি, এনএসএসের সদস্য এবং নেহরু যুব কেন্দ্রের পড়ুয়াদের অনুরোধ করছি। অক্টোবরে মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিনের আগে এটাই হবে আমাদের শ্রদ্ধার্ঘ্য।’’ শ্রেষ্ঠ ইন্টার্নদের জাতীয় স্তরে পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন মোদী। সম্প্রতি শিক্ষা, ক্রীড়া ও জল মন্ত্রক মিলে এই ইন্টার্নশিপের পরিকল্পনা করেছে। প্রকল্প অনুযায়ী, ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এক বা একাধিক গ্রামে নিকাশি সংক্রান্ত কাজ করবেন পড়ুয়ারা। এই প্রকল্পে অংশ নিলে ইউজিসি-র কাছ থেকে বিশেষ ‘ক্রে়ডিট পয়েন্ট’ও পাবেন তাঁরা।

Advertisement

পুরুলিয়ার সিদো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রঞ্জন মণ্ডল বলেন, ‘‘আমাদের যে এনএসএস আছে, সেই সূত্রে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে ছাত্রছাত্রীরা এমনিতেই যুক্ত। কিন্তু হঠাৎ দু’টি ক্রেডিট পয়েন্ট জুড়ে দেওয়া হল, এটা নিয়ে সবিস্তার আলোচনার প্রয়োজন। ইউজিসির সঙ্গে কথা বলতে হবে। দেশে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালু করতে বলেছে কেন্দ্র। সেই প্রক্রিয়া চলেছে। তার মধ্যেই এই ক্রেডিট পয়েন্ট কোথায়, কী ভাবে যোগ হবে, তা আলোচনা সাপেক্ষ।’’ যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘বিষয়টা জানি। ভাল করে দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন