হুরিয়তকে বার্তা?

কাশ্মীরের সমস্যা সমাধানে গণতন্ত্র ও কাশ্মীরিয়তে বিশ্বাসী সব পক্ষের সঙ্গেই নরেন্দ্র মোদী সরকার রাজি বলে জানালেন রাজনাথ সিংহ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

Advertisement
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ০২:৪৭
Share:

কাশ্মীরের সমস্যা সমাধানে গণতন্ত্র ও কাশ্মীরিয়তে বিশ্বাসী সব পক্ষের সঙ্গেই নরেন্দ্র মোদী সরকার রাজি বলে জানালেন রাজনাথ সিংহ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সম্প্রতি সাংবিধানিক গণ্ডির মধ্যে আলোচনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে কাশ্মীরের বিরোধী নেতাদের মনে হয়েছিল বিচ্ছিন্নতাবাদী হুরিয়তের সঙ্গে কথা বলতে রাজি নয় কেন্দ্র। তাঁরা দাবি করেন, হুরিয়ত ছাড়া সমস্যা মিটবে না। কারণ, যে যুবকরা বাহিনীকে লক্ষ করে পাথর ছুড়ছে তাদের পিছনে হুরিয়তের প্রচ্ছন্ন মদত আছে। তবে রাজনাথ বৃহস্পতিবার হুরিয়তের সঙ্গে কথা বলারও ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিক্ষোভ দমনে ছররা বন্দুকের বিকল্প দ্রুত স্থির করা হবে বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, এ ক্ষেত্রে লঙ্কা বা মরিচের গুঁড়ো ব্যবহার করতে চায় কেন্দ্র। কাশ্মীরিদের সমস্যা সমাধানে বিশেষ সংস্থা খোলার কথাও জানিয়েছেন রাজনাথ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন