Bangladeshi

Bangladeshis: বাংলাদেশিদের প্রবেশে নতুন বিধিনিষেধ

হবে। এই বিধিনিষেধ কার্যকর করার জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করতে আইসিপি-র অভিবাসন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৮:০০
Share:

ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা করা হয়েছে। আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট(আইসিপি) দিয়ে সর্বোচ্চ ১০০ জন বাংলাদেশি যাত্রীকে প্রতি দিন প্রবেশ করতে দেওয়া হবে। এই বিধিনিষেধ কার্যকর করার জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করতে আইসিপি-র অভিবাসন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই বিধিনিষেধ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের হরিদাসপুরে আইসিপি-র অভিবাসন দফতরে। হরিদাসপুর দিয়ে সর্বোচ্চ ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রতি দিন প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

৮ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক হয়। সেখানে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার পরেই কিছু বিধিনিষেধ জারি করেছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ১৫ ডিসেম্বর জারি করা আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে মেডিক্যাল এবং ব্যবসায়ী ভিসা দেওয়া হচ্ছে। অভিবাসনের সময়ে বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক পরীক্ষা করানো আবশ্যিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন