দায়িত্বে কি মোদী-ঘনিষ্ঠ

পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে উঠে এল গুজরাতের প্রাক্তন মুখ্যসচিব এ কে জ্যোতির নাম। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে মুখ্যসচিব ছিলেন জ্যোতি। মোদী ঘনিষ্ঠ আমলাদের মধ্যে উপরের সারিতে রয়েছে তাঁর নাম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ১৪:০৬
Share:

পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে উঠে এল গুজরাতের প্রাক্তন মুখ্যসচিব এ কে জ্যোতির নাম। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে মুখ্যসচিব ছিলেন জ্যোতি। মোদী ঘনিষ্ঠ আমলাদের মধ্যে উপরের সারিতে রয়েছে তাঁর নাম। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি ২০১৭ সালে অবসর নেবেন। এখন নির্বাচন কমিশনারের দু’টি পদই খালি। জ্যোতিকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দিলে জাইদির অবসরের পর সিনিয়রিটির ভিত্তিতে পরবর্তী মুখ্য নির্বাচন হিসেবে দায়িত্ব নেবেন তিনি। তা হলে আগামী লোকসভা নির্বাচন করানোর দায়িত্বে থাকবেন ওই আমলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন