রবিশঙ্করের ‘ইউটার্ন’! রাজি হলেন ক্ষতিপূরণ দিতে

অবশেষে কাটল জট। ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য শ্রী শ্রী রবিশঙ্করের সংস্থা আর্ট অব লিভিং-কে তিন সপ্তাহ সময় দিল জাতীয় পরিবেশ আদালত। ফলে তিনদিন ব্যাপী বিশ্ব বিশ্ব সাংস্কৃতিক উৎসবের পথে আর কোনও বাধাই রইল না।

Advertisement
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ১৪:৩৩
Share:

অবশেষে কাটল জট। ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য শ্রী শ্রী রবিশঙ্করের সংস্থা আর্ট অব লিভিং-কে তিন সপ্তাহ সময় দিল জাতীয় পরিবেশ আদালত। ফলে তিনদিন ব্যাপী বিশ্ব বিশ্ব সাংস্কৃতিক উৎসবের পথে আর কোনও বাধাই রইল না।

Advertisement

বৃহস্পতিবার অবশ্য একে বারে অন্য সুর শোনা গিয়েছিল স্বঘোষিত ধর্মগুরু রবিশঙ্করে গলায়। সাফ জানিয়ে ছিলেন, প্রয়োজনে জেলে যাবেন কিন্তু আদালতের নির্দেশ মেনে ক্ষতিপূরণ তিনি দেবেন না। অনুষ্ঠান করার জন্যই খরচ হয়েছে ২৬ কোটিরও বেশি টাকা। এর সঙ্গে রয়েছে অন্যান্য খরচ। কিন্তু খেসারত দেবার প্রশ্নে জাতীয় পরিবেশ আদালতের সঙ্গে সরাসরি সংঘাতের পথেই হাঁটা শুরু করে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর।

রবিশঙ্করের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখায় আদালত। জানায়, এই ধরনের মন্তব্য আসলে আইনের অবমাননার সামিল।

Advertisement

বিপাকে পরে সুর নরম করতে শুরু করে আর্ট অব লিভিং। ক্ষতিপূরণ দেওয়ার জন্য ৪ সপ্তাহ সময় চাওয়া হয় সংস্থার পক্ষ থেকে। সেই আবেদনই মঞ্জুর করেছে জাতীয় পরিবেশ আদালত।

শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু হয়ে গিয়েছে শ্রী শ্রী রবিশঙ্করের সংস্থা আর্ট অব লিভিং-এর বিশ্ব সাংস্কৃতিক উৎসব। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ভারতীয় কিসান মজদুর সমিতি একটি পিটিশন জমা দিয়েছিল। তাদের বক্তব্য, অনুষ্ঠানটি বন্ধ করতে নির্দেশ দেওয়া হোক। কিন্তু প্রধান বিচারপতি ওই পিটিশন গ্রহণ করতে চাননি।

আরও পড়ুন-জেলে যাব তবু খেসারত দেব না, অনুষ্ঠানের আগে হুঙ্কার শ্রীশ্রী-র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন