Pahalgam Attack

পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে আরও তথ্য চায় এনআইএ, ফোন নম্বর দিয়ে যোগাযোগের আবেদন

কেন্দ্রীয় সংস্থাটির তরফে পহেলগাঁও এলাকায় হাজির পর্যটক এবং স্থানীয় জনগণের কাছে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে আরও তথ্য, ছবি বা ভিডিয়ো থাকলে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৯:৫৩
Share:

জঙ্গিহনার পরে বৈসরন উপত্যকা। —ফাইল চিত্র।

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার ২২ এপ্রিলের পর্যটক হত্যাকাণ্ড নিয়ে নাগরিকদের কাছে তথ্য চাইল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওই নাশকতার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থাটির তরফে ওই এলাকায় হাজির পর্যটক এবং স্থানীয় জনগণের কাছে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে আরও তথ্য, ছবি বা ভিডিয়ো থাকলে অবিলম্বে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে।

Advertisement

এনআইএ বুধবার তাদের ওয়েবসাইট এবং সমাজমাধ্যমে পহেলগাঁও সন্ত্রাস নিয়ে তথ্য দেওয়ার জন্য দু’টি ফোন নম্বরও দিয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত যে সব ভিডিয়ো ফুটেজ হাতে এসেছে এবং প্রত্যক্ষদর্শীরা যে বয়ান দিয়েছেন, সেই সব তথ্যের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ করেছে এনআইএ। ঘটনাস্থলের ‘ত্রিমাত্রিক মানচিত্র’ বিশ্লেষণ করে তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন, ঘাতকেরা কোন দিক দিয়ে বৈসরন উপত্যকায় এসেছিল এবং হত্যাকাণ্ড চালানোর পর তারা কোন দিক দিয়ে পালিয়েছিল।

সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় তিন হাজার জনকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। দেড়শোরও বেশি সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থাটি। তাদের মধ্যে সন্দেহভাজন ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ যেমন রয়েছেন, তেমনই বিচ্ছিন্নতাবাদী সংগঠন জামাত-এ-ইসলামি এবং হুরিয়ত কনফারেন্স-এর বিভিন্ন শাখার সঙ্গে জড়িতেরাও। পহেলগাঁওয়ের আশপাশের ব্যস্ত এলাকা এবং ওই এলাকায় প্রবেশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, হামলার কয়েক সপ্তাহ আগে ভারতে অনুপ্রবেশ করেছিল জঙ্গিরা। তার পর কাশ্মীরে সক্রিয় ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’রা জঙ্গিদের আশ্রয়, খাবার দিয়ে এবং রাস্তা চিনতে সহযোগিতা করেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement