QS World University Rankings 2025

আন্তর্জাতিক তালিকায় প্রথম ৫০ উচ্চশিক্ষাকেন্দ্রের মধ্যে ভারতের ন’টি, বাংলার কোন প্রতিষ্ঠান?

বিষয়ভিত্তিক এই তালিকায় প্রথম ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভারতের মধ্যে সবার আগে রয়েছে ধানবাদের ‘ইন্ডিয়ান স্কুল অফ মাইন্‌স’ (আইএসএম)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৮:৪৩
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে ২০২৫-এর আন্তর্জাতিক তালিকায় বিশ্বের সেরা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ভারতের ন’টি বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি শিক্ষাকেন্দ্র জায়গা করে নিল। এর মধ্যে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), তিনটি আইআইটি এবং দু’টি আইআইএম রয়েছে।

Advertisement

বিষয়ভিত্তিক এই তালিকায় ভারতের মধ্যে সবার আগে রয়েছে ধানবাদের ‘ইন্ডিয়ান স্কুল অফ মাইন্‌স’ (আইআইটি, আইএসএম ধানবাদ)। আন্তর্জাতিক সারণিতে তার স্থান ২০। ২৮ এবং ৪৫ নম্বর স্থানে রয়েছেন দু’টি আইআইটি— বম্বে এবং খড়গপুর। ধানবাদের আইএসএমের মতোই ‘খনিজ দ্রব্য ও খনি বিষয়ক’ অধ্যয়নে উৎকর্ষের কারণেই এই সাফল্য। সঙ্গে উল্লিখিত হয়েছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের পাঠক্রমের কথাও।

ব্যবসা ও ব্যবস্থাপনা অধ্যয়নের ক্ষেত্রে উৎকর্ষের জন্য দু’টি আইআইএম আহমদাবাদ এবং বেঙ্গালুরু পেয়েছে ২৭ এবং ৪০তম স্থান। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আইআইটি মাদ্রাজ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ়ে অধ্যয়নের ক্ষেত্রে সাফল্যের জন্য জেএনইউ প্রথম ৫০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ঠাঁই পেয়েছে। কিন্তু গত বছরের তুলনায় কিছু অবনমন হয়েছে তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement