National News

বড় ধাক্কা বিজেপির, বিহারে এনআরসি হবে না, ঘোষণা নীতীশের

রাজ্যে জোট সরকারের শরিক দল হিসাবে জেডিইউ এনআরসি কার্যকর করার উদ্যোগ নেবে এটা আঁচ করে আগেই তার বিরোধিতা করতে শুরু করেছিলেন দলের সভাপতি প্রশান্ত কিশোর। গত শনিবার তিনি তাঁর ক্ষোভ জানাতে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৬:০৬
Share:

বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার। ছবি- রয়টার্স।

পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, দিল্লি ও পঞ্জাবের পর এ বার বিহারও চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিহারে সংযুক্ত জনতা দল (জেডিইউ)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার জানিয়ে দিলেন, তাঁর রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করা হবে না।

Advertisement

রাজ্যে জোট সরকারের শরিক দল হিসাবে জেডিইউ এনআরসি কার্যকর করার উদ্যোগ নেবে এটা আঁচ করে আগেই তার বিরোধিতা করতে শুরু করেছিলেন দলের সভাপতি প্রশান্ত কিশোর। গত শনিবার তিনি তাঁর ক্ষোভ জানাতে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে।

সেই সময় নীতীশকে তিনি জানিয়ে দেন, জেডিইউ-বিজেপি জোট সরকার যদি বিহারে এনআরসি কার্যকরের উদ্যোগ নেয়, তা হলে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দেবেন।

Advertisement

তখনই নীতীশ আশ্বস্ত করেছিলেন প্রশান্ত কিশোরকে। জানিয়েছিলেন, বিহারে কোনও ভাবেই এনআরসি কার্যকর করা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন