Ratjyatra

সুপ্রিম কোর্টেও ধাক্কা বিজেপির, মিলল না রথযাত্রার অনুমতি

রাজ্যে বিজেপিকে রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে রাজ্য সরকার আইন-শৃঙ্খলা জনিত যে প্রশ্নগুলি তুলেছিল, তাকেই মান্যতা দিল শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫৪
Share:

রাজ্যে বিজেপিকে রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে রাজ্য সরকার আইন-শৃঙ্খলা জনিত যে প্রশ্নগুলি তুলেছিল, তাকেই মান্যতা দিল শীর্ষ আদালত। পাশাপাশি অনুমতি পাওয়ার জন্য বিজেপিকে নতুন করে আবেদন করতে হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু সেখানেও প্রয়োজনীয় অনুমতি না মেলায় নিশ্চিত ভাবেই বড় ধাক্কা খেল বিজেপি।
পরিবর্তিত পরিস্থিতিতে আগামিকাল কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে রাজ্যে জরুরি বৈঠক করার কথা জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিংহ। আদালতের রায় মেনে নিলেও রাজ্য সরকার পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

Advertisement

শুরু থেকেই রাজ্য বিজেপির তরফে এই মামলার কাজ দেখভাল করছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শীর্ষ আদালতের রায়ের পর তিনি জানিয়েছেন, ‘‘ গণতন্ত্র বাঁচাও যাত্রা আপাতত আটকে গেল ঠিকই, কিন্তু আমাদের রাজনৈতিক যাত্রা কোনও ভাবেই বন্ধ হচ্ছে না। সুপ্রিম কোর্ট আমাদের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’-র বিশদ পরিকল্পনা নতুন করে বানিয়ে ফের প্রশাসনের কাছে জমা দিয়ে অনুমতি চাইতে বলেছে। কিন্তু আমাদের কোনও সভা বা মিছিলকে কোনও ভাবে আটকানো যাবে না, তাও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তাই রাজ্যে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটিতে আলাদা আলাদা করে সভা করার যে পরিকল্পনা ছিল, তা নির্দিষ্ট কর্মসূচি মেনেই হবে।’’

আরও পড়ুন: প্রার্থী বাছাইয়ে ‘নমো’ অ্যাপের সমীক্ষা, দুশ্চিন্তা বাড়ছে বিজেপি নেতাদের

Advertisement

পাশাপাশি বিজেপি সূত্রে জানা গিয়েছে, ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নিয়ে প্রশাসনের কাছে নতুন করে আবেদন জানানো হবে। কিন্তু ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। বন্ধ হয়ে যাবে মাইক বাজানো। তাই নতুন করে আবেদন জানালেও আদৌ গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি মিলবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুন: ‘আপনার পরিবার তো নিজেদেরই ভারতরত্ন দিয়ে এসেছে’, রাহুলকে কটাক্ষ স্মৃতি ইরানির

ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন