BJP

‘‘শুধু সাভারকার নয়, ভারতরত্ন দিন নাথুরাম গডসেকেও’’, বিজেপিকে তোপ ওয়েইসির

সাভারকারকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করার পিছনে বেশ কয়েকটি যুক্তিও দিয়েছেন ওয়েইসি। তাঁর স্পষ্ট দাবি, গাঁধী হত্যার তদন্তের জন্যে জীবনলাল কমিশনের তরফে সাভারকারকে ডাকা হয়েছিল। সাভারকার ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বলেও অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৬:২৮
Share:

আসাদউদ্দিন ওয়েইসি। ফাইল চিত্র

বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে বিজেপির তরফ থেকে। মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতায় ফিরে এলে বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীসরা। এবার বিজেপির এই প্রস্তাবের চূড়ান্ত বিরোধিতা করে মাঠে নামলেন এমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।তীব্র কটাক্ষের সুরে তাঁর মন্তব্য, ‘‘শুধু সাভারকারই নয়, বিজেপি সমর্থকরা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশের সর্বোচ্চ পুরস্কার দেওয়ার দাবি তুলুক।’’

Advertisement

এক সর্বভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার ওয়েইসি বলেন, ‘‘কেউ যদি সাভারকারকে ভারতরত্ন দেওয়ার কথা ভাবতে পারে, তবে তাঁরা নাখুরাম গডসেকেও ভারতরত্ন দেওয়ার প্রস্তাব আনুক’’।

সাভারকারকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করার পিছনে বেশ কয়েকটি যুক্তিও দিয়েছেন ওয়েইসি। তাঁর স্পষ্ট দাবি, গাঁধী হত্যার তদন্তের জন্যে জীবনলাল কমিশনের তরফে সাভারকারকে ডাকা হয়েছিল। সাভারকার ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বলেও অভিযোগ।

Advertisement

আরও পড়ুন:মোদী জামানায় গণপিটুনি বাড়েনি, প্রয়োজন নেই নতুন আইন, দাবি অমিত শাহর
আরও পড়ুন:কলকাতার আকাশে তোলপাড় করল সুখোই, মহড়ায় বায়ুসেনা

এদিন ওয়েইসি আরও বলেন, ‘‘সাভারকার নিজেকে ব্রিটিশ সরকারের অন্যতম বাধ্য প্রতিনিধিও মনে করতেন। শিবাজী কেন ধর্ষণকে তাঁর হাতিয়ার করেন নি, এই নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাভারকার।’’ ওয়েসির কটাক্ষ, এত সবের পরে যদি সাভারকারকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠতে পারে তবে গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকেই বা কেন নয়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন