mAadhaar

আধার কার্ড এ বার মোবাইলেই, সৌজন্যে নতুন সরকারি অ্যাপ

আপনার স্মার্টফোনে শুধুমাত্র একটা অ্যাপ থাকলেই কেল্লা ফতে। এম আধার নামে একটি অ্যাপ চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১৪:৩৫
Share:
০১ ০৮

প্রয়োজনে নাম, ঠিকানা, বয়সের পাশাপাশি আধার কার্ডের ছবিও চলে আসবে মোবাইলের স্ক্রিনে।

০২ ০৮

এম আধার অ্যাপটি মোবাইলে থাকলে যে কোনও সময়ে আধার সংক্রান্ত বিবরণ মোবাইলেই ডাউনলোড করে নেওয়া যাবে।

Advertisement
০৩ ০৮

লক বা আনলক করা যাবে বায়োমেট্রিক তথ্যও। কেউ যদি বায়োমেট্রিক তথ্য আদান-প্রদান করতে চান তার জন্য রয়েছে কিউ আর কোড স্ক্যানের সুবিধাও।

০৪ ০৮

সে ক্ষেত্রে বায়োমেট্রিক লকিং সিস্টেমকে আনলক করতে হবে। তবে এই আনলকিং ব্যবস্থা সাময়িক হবে, কিছুক্ষণ পরে আপনা আপনিই আবার সেটা লক হয়ে যাবে।

০৫ ০৮

সেই সঙ্গে এই অ্যাপে এসএমএস বেস্ড ওয়ান টাইম পাসওয়ার্ডের পরিবর্তে টাইম বেস্ড ওয়ান টাইম পাসওয়ার্ড থাকছে । এই টিওটিপি দিনের সময় ধরে পাসওয়ার্ড পাঠায়, তার মানে প্রতিটি পাসওয়ার্ডই হয় একে অপরের থেকে একেবারে আলাদা।

০৬ ০৮

তবে এই অ্যাপ ব্যবহার করা যাবে শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েই।

০৭ ০৮

আপাতত ভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরাই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

০৮ ০৮

আইফোনের জন্যও এম-আধার অ্যাপ নিয়ে আসার কাজ চলছে। অবশ্য এই অ্যাপটি এখনও পর্যন্ত পরীক্ষামূলক স্তরেই রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement