Posthumous transfer of Odisha Doctor

মৃত্যুর পরে পদোন্নতি! অন্যত্র বদলি করে কাজে যোগ দেওয়ার নির্দেশ মৃত চিকিৎসককে, ওড়িশায় শোরগোল

কী ভাবে এক জন চিকিৎসকের মৃত্যুর পরেও তাঁর পদোন্নতি হল, এমনকি তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৮:৪৭
Share:

—প্রতীকী ছবি।

তাঁর মৃত্যু হয়েছে তিন মাস আগেই। পদোন্নতি হল সেই চিকিৎসকেরই। শুধু পদোন্নতিই নয়, তাঁকে অন্যত্র বদলি করে দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হল। ওড়িশার স্বাস্থ্য দফতরের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।

Advertisement

ঘটনাটি সুন্দরগড় জেলার। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ওই জেলার বীরকেরা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক স্মৃতিরঞ্জন সামালের মৃত্যুর পরেও পদোন্নতি হয়েছে। তাঁকে সুন্দরগড়ের জেলা হাসপাতালে বদলিও করা হয়েছে। ঘটনাচক্রে, রাউরকেলার বাসিন্দা চিকিৎসক সামালের মৃত্যু হয়েছে গত ৬ এপ্রিল। কিন্তু কী ভাবে এক জন চিকিৎসকের মৃত্যুর পরেও তাঁর পদোন্নতি হল, এমনকি তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। যা নিয়ে ওড়িশায় হুলস্থুল পড়ে গিয়েছে। আর এই নির্দেশ এবং পদোন্নতির দিয়েছে খোদ স্বাস্থ্য দফতরই। এমনই দাবি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গুরুপ্রসাদ মোহান্ত।

মোহান্তের দাবি, চিকিৎসক সামালের মৃত্যুর খবর স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। কিন্তু তার পরেও কী ভাবে এমন কাণ্ড ঘটল, তা ভেবেই হতবাক হচ্ছেন মোহান্ত। গত বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বেশ কয়েক জন চিকিৎসকের পদোন্নতি এবং বদলির উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় সুন্দরগড়ের চিকিৎসক সামালের নামও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement