বিএমসি পুরসভার মেয়র কে হবেন? হয়ে গেল লটারিও। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র পরবর্তীর মেয়র হতে চলেছেন ‘জেনারেল ক্যাটাগরির’ কোনও মহিলা। বৃহস্পতিবার এই নিয়ে লটারি করেছে মহারাষ্ট্র নগরোন্নয়ন দফতর। তাতেই মুম্বই এবং আরও ২৮টি পুরসভার মেয়র পদে ‘জেনারেল’ নাকি তফসিলি জাতি, উপজাতি বা অনগ্রসরণ শ্রেণির কাউন্সিলর বসবেন, তা স্থির করা হয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)।
গত ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পুরসভা এবং মহারাষ্ট্রের ২৮টি পুরসভায় ভোটগ্রহণ হয়। ২২৭ ওয়ার্ডের বৃহন্মুম্বই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৪টি আসন। বিজেপি ৮৯ এবং শিন্দেসেনা ২৯টিতে জিতেছে। অর্থাৎ দু’দলের মোট আসনসংখ্যা ১১৮— ‘জাদুসংখ্যার’ চেয়ে মাত্র চারটি বেশি। এ বার মুম্বই-সহ বাকি পুরসভার মেয়র পদে কে বসবেন, সেই নিয়ে বৃহস্পতিবার হল লটারি। তাতে স্থির করা হয়, মেয়র পদে সাধারণ শ্রেণি, মহিলা, তফসিলি জাতি, উপজাতি নাকি অনগ্রসর শ্রেণির কেউ বসবেন। এক বার শ্রেণি ঘোষণা হয়ে গেলে যোগ্য প্রার্থীরা মেয়র পদের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার যে লটারি হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুম্বইয়ের প্রাক্তন মেয়র কিশোরী পেডনেকর। শিবসেনা (ইউবিটি) নেত্রীর অভিযোগ, এই লটারি প্রক্রিয়া নিয়ে নিয়ম বদল হয়েছে। সে কথা কাউকে জানানো হয়নি। তাঁর কথায়, ‘‘যে ভাবে লটারি হয়েছে, তাতে ধিক্কার জানাই।’’
মুম্বই পুরসভা নির্বাচনে ৬৫ আসনে জিতেছে উদ্ধবের দল। তার পরেই তিনি জানিয়েছিলেন, মুম্বইয়ে শিবসেনা (ইউবিটি)-র কাউকে মেয়র করা তাঁর স্বপ্ন। ঈশ্বরের ইচ্ছা থাকলে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। হিসাব বলছে, শিন্দে শিবিরে ভাঙন ধরাতে পারলেই তুতোভাই রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ৬, কংগ্রেসের ২৪ এবং অন্য ছোট দলগুলির সাহায্যে ক্ষমতা দখল করতে পারবেন উদ্ধব।
ভোটের ফলপ্রকাশের পর এখন সকলের নজর শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথের দিকে। এই পরিস্থিতিতে উদ্ধবসেনার নেতা সঞ্জয় রাউত খোঁচা দেন ‘মহাজুটি’র বড় শরিককে। তিনি বলেন, ‘‘বিজেপিও এ বার তাদের সদ্যবিজয়ী কর্পোরেটর (কাউন্সিলর)-দের নিরাপদ জায়গায় সরাবে।’’ যদিও শিন্দের দল জানিয়েছেন, কাউন্সিলরদের তারা সরাননি। বরং তাঁদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
লটারি অনুসারে, মুম্বইয়ের মতো পুণের মেয়রও হবে মহিলা। অহল্যানগর, ধুলে, জলগাঁও, লাতুর, জালনা, আকোলা, চন্দ্রপুরেও মেয়র হবেন মহিলা। তার মধ্যে লাতুর, জালনায় মেয়র হতে হবে কোনও তফসিলি জাতির মহিলাকে। ঠানেতে মেয়র হবেন তফসিলি জাতির। অহল্যানগর, জলগাঁও, আকোলা, চন্দ্রপুরে মেয়র হবেন অনগ্রসর শ্রেণির মহিলা। কল্যাণ-দম্বিভলির মেয়র হবেন তফসিলি উপজাতির। ইচালকারানজি, পানভেলে মেয়র হবেন অনগ্রসর শ্রেণির পুরুষ।