প্রতীকী চিত্র।
দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ। জেলায় কামতাপুরি মাধ্যম প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। নিযুক্তদের চুক্তির ভিত্তিতে স্কুলে শিক্ষকতার সুযোগ মিলবে। ইতিমধ্যেই এ জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
জেলায় নিয়োগ করা হবে প্যারা টিচার বা পার্শ্বশিক্ষক পদে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের কামতাপুরি মাধ্যমে বিভিন্ন প্রাথমিক স্কুলে ক্লাস নিতে হবে। তাঁরা ওই পদে প্রথমে এক বছর পড়াতে পারবেন। এর পর তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক বাবদ প্রতি মাসে ১০,০০০ টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। কামতাপুরি ভাষায় কথোপকথন, পঠনপাঠন এবং লেখালিখিতে স্বচ্ছন্দ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।