দিল্লিতে বিদেশি মহিলার শ্লীলতাহানি, আটক ওলার চালক

ট্যাক্সির ভিতরে এক বিদেশি মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওলা-র চালকের বিরুদ্ধে। শনিবার রাতে দিল্লির ঘটনা। মহিলার অভিযোগের ভিত্তিতে চালক রাজ সিংহকে আটক করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ১০:৫৮
Share:

ট্যাক্সির ভিতরে এক বিদেশি মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওলা-র চালকের বিরুদ্ধে। শনিবার রাতে দিল্লির ঘটনা। মহিলার অভিযোগের ভিত্তিতে চালক রাজ সিংহকে আটক করেছে পুলিশ। বেলজিমায়ের বাসিন্দা ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, গুরগাঁও থেকে দিল্লি যাওয়ার জন্য ওলা ক্যাবে ওঠেন। জিপিএস কাজ করছে না এই অছিলায় মহিলাকে সামনের সিটে বসতে বলেন চালক। এবং গন্তব্যস্থলের রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। চালকের কথা মতো ওই মহিলা সামনের সিটে গিয়ে বসেন। অভিযোগ, তার পরই মহিলার ফোন কেড়ে নিয়ে কল ডিটেল ডিলিট করে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করায় চালক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেন। কাউকে বললে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ। মহিলা পুলিশকে আরও জানান, গোবিন্দপুরীর কাছে তাঁকে ট্যাক্সি থেকে নামিয়ে দেন চালক। তার পর গাড়ি নিয়ে পালিয়ে যান। এর পরই গোটা বিষয়টি তাঁর বন্ধুকে ফোনে জানান মহিলা। চালক রাজ সিংহের বিরুদ্ধে সিআর পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। বুকিং ডিটেল খতিয়ে দেখে ওলার চালককে আটক করেছে পুলিশ।

Advertisement

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওলার তরফ থেকে দুঃখপ্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, পুলিশকে এ বিষয়ে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত তারা।

আরও পড়ুন...

Advertisement

চাপেই রাখা হবে চিনকে, বুঝিয়ে দিলেন ভি কে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন