অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন ৫৫ বছরের এক ব্যক্তি। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশে একটি চিঠি উদ্ধার হয়েছে। ২০০৭ সালে তাঁকে চাকরি থেকে সরানো হয়। আর্থিক টানাপড়েনের মধ্যে ছিলেন ওই ব্যক্তি।