Harsimrat Kaur Badal

কৃষক বিলে ‘আপত্তি’, মোদী মন্ত্রিসভা ছাড়লেন অকালি নেত্রী

মন্ত্রিসভা ছাড়লেও বাইরে থেকে তাঁরা মোদী সরকারকে সমর্থন করে যাবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৬
Share:

হরসিমরত কউর বাদল।—ছবি পিটিআই।

কৃষক ‘বিরোধী’ আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগে আচমকা মোদী মন্ত্রিসভা ছাড়লেন পঞ্জাবের শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল। যদিও ওই বিলগুলি যে মন্ত্রিসভা বৈঠকে পাশ হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন হরসিমরত। পরবর্তীতে দলেরই কৃষক-কর্মী সমর্থকদের চাপে, আচমকাই সুর বদল করে এনডিএর অন্যতম পুরনো শরিক শিরোমণি অকালি দল। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ হরসিমরতই ছিলেন ওই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

ইস্তফা দেওয়ার পর ট্যুইট করে হরসিমরত জানান, কৃষক ‘ভাইবোনদের’ স্বার্থে তাঁর এই সিদ্ধান্ত। হরসিমরতের এই সিদ্ধান্তের পরেও অবশ্য অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল জানিয়েছেন, মন্ত্রিসভা ছাড়লেও বাইরে থেকে তাঁরা মোদী সরকারকে সমর্থন করে যাবেন।

মোদী সরকারের তিনটি কৃষি বিল নিয়ে লোকসভায় প্রতিবাদ জানান সুখবীর সিংহ বাদল। ওই তিনটি বিল পঞ্জাবের কৃষি পরিকাঠামো ‘ধ্বংস’ করে দেবে বলে অভিযোগ তোলেন তিনি। এর পরই হরসিমরতের পদত্যাগের সিদ্ধান্ত। ভাতিণ্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ হরসিমরত কউর। তিনি মোদী সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ এই ইস্তফাকে স্রেফ ‘গিমিক’ হিসেবেই দেখছেন।

Advertisement

আরও পড়ুন: ‘আমাদের সেনার টহলদারি রোখার শক্তি নেই কারও’, রাজ্যসভায় বললেন রাজনাথ

আরও পড়ুন: রোজগারের সম্মান কত দিন অস্বীকার করবে মোদী সরকার? তির রাহুল গাঁধীর

তিনটি কৃষি বিল নিয়ে মূলত বিরোধিতা শিরোমণি অকালি দলের। গত ৫ জুন এ নিয়ে অধ্যাদেশও জারি করে কেন্দ্রীয় সরকার। তবে ওই বিলগুলি চলতি বাদল অধিবেশনে পাশ করিয়ে নিতে চাইছে বিজেপি। তিনটি বিলই ইতিমধ্যে লোকসভায় পাশ হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন