হাসপাতাল থেকেই ফলাহারী বাবা ধৃত

ফলাহারী বাবার বিরুদ্ধে ছত্তীসগঢ়ের বিলাসপুরের বছর একুশের এক আইনের ছাত্রী ধর্ষণের অভিযোগ এনেছিলেন। আশ্রমে পুলিশ পৌঁছতেই ফলাহারী বাবা ভর্তি হয়েছিল হাসপাতালে। সে যাতে পালাতে না পারে, সে দিকে নজর রাখতে হাসপাতালে পুলিশ মোতায়েন ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩১
Share:

ধর্ষণের অভিযোগ ওঠার পরেই হাসপাতালে ভর্তি হয়েছিল রাজস্থানের ফলাহারী বাবা! আজ তাকে অলওয়ারের সেই বেসরকারি হাসপাতাল থেকেই গ্রেফতার করল পুলিশ।

Advertisement

ফলাহারী বাবার বিরুদ্ধে ছত্তীসগঢ়ের বিলাসপুরের বছর একুশের এক আইনের ছাত্রী ধর্ষণের অভিযোগ এনেছিলেন। আশ্রমে পুলিশ পৌঁছতেই ফলাহারী বাবা ভর্তি হয়েছিল হাসপাতালে। সে যাতে পালাতে না পারে, সে দিকে নজর রাখতে হাসপাতালে পুলিশ মোতায়েন ছিল।

কাল পুলিশের কাছে ফলাহারী বাবা দাবি করেছিল, সে যৌন ক্ষমতাহীন। নিজের শারীরিক চাহিদা দমন করতে জড়িবুটি সেবন করে। কলা গাছ থেকে তৈরি রস খায়। ওই দাবির সত্যতা যাচাই করার চেষ্টা করছে পুলিশ। কালই বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, ফলাহারী বাবা এখন অনেকটাই সুস্থ। ফলে তাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিছু প্রক্রিয়াগত সমস্যার জেরে পুলিশ গত কাল তাকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের দাবি, মামলা আরও জোরদার করতেই তথ্য-প্রমাণ জড়ো করা হচ্ছে। সেই কারণেই গ্রেফতার করা হয়নি তাকে।

Advertisement

আরও পড়ুন:পর্যটক টানতে আদনানে ভরসা রাখছে কাশ্মীর

তদন্তের স্বার্থে অভিযোগকারিণী ওই তরুণীকে নিয়ে ফলাহারী বাবার আশ্রমে গিয়েছিল পুলিশ। সেখানে অন্য ভক্তদের বয়ানও রেকর্ড করা হয়েছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ উদ্ধারেরও চেষ্টা চলছে। আশ্রমের তরফে দাবি, সিসিটিভি ক্যামেরায় সমস্যা রয়েছে। তাই ফুটেজ মিলছে না। পুলিশের সন্দেহ, আশ্রমের লোকজন ফলাহারী বাবাকে আড়াল করার চেষ্টা করছে। তাই ফুটেজ নষ্ট করার চেষ্টা করছে তারা। তাই তা উদ্ধার করতে সিসিটিভি ড্রাইভটি ল্যাবে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন