Haryana Police ADG Death

‘একমাত্র পাশে ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধানসচিব’! চিঠিতে ১৬ আমলা, আইপিএসের নাম উল্লেখ হরিয়ানার আত্মঘাতী পুলিশকর্তার

গত মঙ্গলবার চণ্ডীগড়ের বাড়ি থেকে পুলিশকর্তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সেখানে দুই পুলিশকর্তা-সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হরিয়ানার এডিজি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:১৩
Share:

আত্মঘাতী পুলিশকর্তা ওয়াই পূরণ কুমার এবং তাঁর ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি ওয়াই পূরণ কুমারের মৃত্যুতে নয়া তথ্য উঠে এল। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী হওয়ার আগে তিনি যে চিঠি লিখে গিয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীর প্রধানসচিব রাজেশ খুল্লারের যথেষ্ট প্রশংসা করেছেন। শুধু প্রশংসা করাই নয়, কঠিন সময়ে একমাত্র তিনিই যে তাঁকে সমর্থন এবং সহযোগিতা করেছেন, চিঠিতে সে কথাও উল্লেখ করেছেন পূরণ কুমার।

Advertisement

গত মঙ্গলবার চণ্ডীগড়ের বাড়ি থেকে পুলিশকর্তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেখানে আইএএস এবং আইপিএস আধিকারিক-সহ ১৬ জনের বিরুদ্ধে তাঁকে লাগাতার জাত তুলে হেনস্থার অভিযোগ তুলেছেন আত্মঘাতী পুলিশকর্তা। আর তাঁরাই তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করে গিয়েছেন।

চিঠিতে পুলিশকর্তা উল্লেখ করেছেন, যখনই তিনি কোনও সমস্যায় পড়েছেন, তখনই মুখ্যমন্ত্রীর প্রধানসচিব তাঁকে সহযোগিতা করেছেন। আট পাতার ওই চিঠিতে আত্মঘাতী এডিজি উল্লেখ করেছেন, তিনি খুল্লারের সঙ্গে দু’বার সাক্ষাৎ করেছিলেন। গত বছরের ১৫ নভেম্বর প্রথম সাক্ষাৎ হয় তাঁদের। তখন খুল্লারকে তিনি অনুরোধ করেছিলেন, জাতিগত ভেদাভেদ নিয়ে যে ভাবে তাঁকে লাগাতার হেনস্থার মুখে পড়তে হচ্ছে, যে ভাবে তাঁকে জনসমক্ষে অপমানিত করা হচ্ছে, সে সব বন্ধ করতে তিনি যেন হস্তক্ষেপ করেন। দ্বিতীয় বার গত বছরের ২৭ ডিসেম্বর আবার সাক্ষাৎ হয়েছিল তাঁদের। সেই সময় খুল্লার অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র)-কে বিষয়টি ভাল ভাবে খতিয়ে দেখার জন্য বলেন। বিষয়টি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্যও বলা হয়েছিল অতিরিক্ত মুখ্যসচিবকে। কিন্তু সেই বিষয় আর গোপন থাকেনি। স্থানীয় সংবাদমাধ্যমে সেটি প্রকাশিত হয়। যে ঘটনা তাঁর ভাবমূর্তি এবং পদমর্যাদাকে জনসমক্ষে কালিমালিপ্ত করেছে বলে অভিযোগ আত্মঘাতী পুলিশকর্তার।

Advertisement

প্রসঙ্গত, ইতিমধ্যেই হরিয়ানার ডিজি এবং রোহতকের পুলিশ সুপারের গ্রেফতারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আত্মঘাতী পুলিশকর্তার স্ত্রী অমনীত কুমার মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনির কাছে চিঠি লিখে অভিযুক্ত আমলা এবং আইপিএসের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement