Madhya Pradesh Rape Case

মধ্যপ্রদেশের জঙ্গলে নৃত্যশিল্পীকে গণধর্ষণ! ছয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

অভিযোগ, চারটি বাইকে চেপে এসে ছ’জন নৃত্যশিল্পীদের পথ আটকায় ছয় অভিযুক্ত। একদম শেষে থাকা বাইকটির চালককে মারধর করে সেই বাইকে থাকা নৃত্যশিল্পীকে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩
Share:

মধ্যপ্রদেশে এক নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ। —প্রতীকী চিত্র।

মধ্যপ্রদেশে এক নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মধ্যপ্রদেশের সিঙ্গরাওলি এলাকার একটি গ্রামে অনুষ্ঠান করতে গিয়েছিল নৃত্যশিল্পীদের একটি দল। ওই দলে ছিলেন আট জন নৃত্যশিল্পী। তাঁদের মধ্য চার জন মহিলা। অনুষ্ঠান শেষে চারটি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা।

অভিযোগ, চারটি বাইকে চেপে এসে ছ’জন নৃত্যশিল্পীদের পথ আটকায়। একদম শেষে থাকা বাইকটির চালককে মারধর করে সেই বাইকে থাকা বছর বাইশের নৃত্যশিল্পীকে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। অভিযোগ, সেখানে গণধর্ষণ করা হয় ওই নৃত্যশিল্পীকে।

Advertisement

দলে থাকা অন্য নৃত্যশিল্পীরা গোটা ঘটনার কথা পুলিশকে জানান। পুলিশ অভিযানে নামে। অন্য দিকে, কোনও রকমে অভিযুক্তদের কবল থেকে বেরিয়ে এসে বোনের সঙ্গে যোগাযোগ করেন নির্যাতিতা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেন। নির্যাতিতা পুলিশকে জানান, নৃত্যানুষ্ঠান চলার সময় অভিযুক্তেরা তাঁকে দেখে কটূ মন্তব্য করছিলেন।

সিঙ্গরাওলির পুলিশ সুপার মণীশ খাতরি জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement