Organ Donation

একরত্তির অঙ্গে প্রাণ বাঁচল পাঁচ জনের

মেয়ে হারানোর শোক সামলে তাকে অনেকের মধ্যে ‘বাঁচিয়ে’ রাখতেই তার অঙ্গদানের সিদ্ধান্ত নেন আশিস ও ববিতা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ০২:৪৭
Share:

প্রতীকী ছবি।

বয়স তার দু’বছরও পূর্ণ হয়নি। মাত্রই ২০ মাস। সেই একরত্তি শিশুই প্রাণ বাঁচাল ৫ জনের। না, কোনও রূপকথা নয়। দিল্লির ২০ মাসের এক খুদে কন্যা নিজের মৃত্যুর পরে তার অঙ্গদান করে সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে প্রাণ বাঁচিয়ে গেল অন্তত পাঁচ জনের।

Advertisement

দিল্লির রোহিনীর বাসিন্দা আশিস কুমার ও তাঁর স্ত্রী ববিতার সন্তান ধনিষ্ঠার দু’টি চোখের কর্নিয়া ছাড়া়ও লিভার, কিডনি, হার্ট আজ প্রতিস্থাপিত হয়েছে পাঁচ জনের শরীরে। গত ৮ জানুয়ারি খেলতে খেলতে বাড়ির ব্যালকনি থেকে পড়ে গিয়ে চেতনা হারায় ধনিষ্ঠা। দিল্লির শ্রীগঙ্গারাম হাসপাতালে ১১ জানুয়ারি তার মস্তিষ্কের মৃত্যু হয়। কিন্তু দেহের অন্য সব প্রত্যঙ্গই কাজ করছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মেয়ে হারানোর শোক সামলে তাকে অনেকের মধ্যে ‘বাঁচিয়ে’ রাখতেই তার অঙ্গদানের সিদ্ধান্ত নেন আশিস ও ববিতা। তার পরেই শুরু হয় এক অভূতপূর্ব উদ্যোগ। দেশের কনিষ্ঠতম অঙ্গদাতার দেহ থেকে অতি যত্নে তুলে আনা হয় প্রত্যঙ্গগুলি। মা-বাবার এমন মনের জোরকে কুর্নিশ জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, ওঁরা যে ভাবে অন্যদের প্রাণ বাঁচানোর জন্য সন্তানের অঙ্গদান করেছেন, তা নজির হয়ে রইল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন