বিকল্প বাণিজ্যপথের সন্ধানে ভারত এবং আফগানিস্তান। —ফাইল চিত্র।
দুই দেশের মধ্যে স্থলপথে যোগাযোগের ক্ষেত্রে বাধা পাকিস্তান। তাই পাকিস্তানকে এড়িয়েই আকাশ এবং জলপথে বাণিজ্যিক লেনদেন বাড়াতে চাইছে ভারত এবং আফগানিস্তান। পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি। তার পরেই বিকল্প বাণিজ্যপথ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নয়াদিল্লি এবং অমৃতসর থেকে কাবুল পর্যন্ত পণ্যবাহী বিমান চালানোর পরিকল্পনা করা হয়েছে। বিষয়টিতে সিলমোহর দিয়েছেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব আনন্দ প্রকাশ। তিনি জানান, কাবুলের সঙ্গে দিল্লি ও অমৃতসরকে আকাশপথে জুড়তে পণ্যবাহী করিডরগুলি সক্রিয় করা হয়েছে এবং ওই রুটগুলিতে খুব দ্রুত পণ্যবাহী বিমান চালু হবে। অন্য দিকে, ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে জলপথে ভারতের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী আফগানিস্তান। তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন নয়াদিল্লিতে একটি বণিকসভার অনুষ্ঠানে বলেন, ““আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, যাতে চাবাহার বন্দর থেকে বাণিজ্যপথ চালু করতে তারা সহায়তা করে।”
বর্তমানে নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে প্রায় ৯০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। কিন্তু এর পরিমাণ আরও বৃদ্ধি করতে চায় দুই দেশ। প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও ভারত এবং আফগানিস্তানের মধ্যে স্থলপথে বাণিজ্য হওয়া কার্যত অসম্ভব। কারণ গিলগিট-বালটিস্তান এলাকাকে দখল করে রেখেছে পাকিস্তান। অন্য দিকে, ভারতের মতোই আফগানিস্তানেরও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল নয়। কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে নয়াদিল্লির সঙ্গে কি সুসম্পর্ক রাখবে আফগানিস্তান? এই প্রশ্নের উত্তরে তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা কখনওই হিংসা চাই না। আফগানিস্তান অনেক রক্ত দেখেছে। তা ছাড়া ব্যবসা আর রাজনীতিকে মিশিয়ে দেওয়া উচিত নয়। আমরা দেশের উন্নতির জন্য একটা বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে চাই।” আফগানিস্তানের খনি, স্বাস্থ্য, ওষুধ, তথ্যপ্রযুক্তি, শক্তি, বস্ত্র এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ করার জন্য ভারতীয় বিনিয়োগকারীদের কাছে আহ্বান জানান তিনি।