Operation Sindoor

‘পহেলগাঁও কাণ্ডকে ব্যবহার করে শান্তিভঙ্গ করার চেষ্টা’! বন্ধুরাষ্ট্রে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে তোপ শাহবাজ়ের

শাহবাজ় পহেলগাঁওয়ের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, “জম্মু ও কাশ্মীরে একটা দুর্ভাগ্যজনক ঘটনার পর বিনা প্ররোচনায় পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতা করেছে ভারত।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৬:৪৪
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

পহেলগাঁওয়ের ঘটনাকে ‘ব্যবহার করে আঞ্চলিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা’ করেছে ভারত। ফের নয়াদিল্লিকে কাঠগড়ায় তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। শুক্রবার আজ়ারবাইজানে ‘ইকনমিক কোঅপারেশন অর্গানাইজেশন’-এর সম্মেলনে বক্তৃতা করেন তিনি। সেখানেই তিনি দাবি করেন, পহেলগাঁও কাণ্ডকে ‘ব্যবহার’ করে ‘পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন দেখিয়েছে’ ভারত। প্রসঙ্গত, আজ়ারবাইজান পাকিস্তানের মিত্র দেশ হিসাবেই পরিচিত। ‘অপারেশন সিঁদুর’-এর সময়েও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তারা।

Advertisement

শাহবাজ় অবশ্য পহেলগাঁওয়ের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “জম্মু ও কাশ্মীরে একটা দুর্ভাগ্যজনক ঘটনার পর বিনা প্ররোচনায় পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতা করেছে ভারত। এই সবই করা হয়েছে আঞ্চলিক শান্তিকে বিঘ্নিত করার জন্য।” শাহবাজ়ের বক্তব্যে এসেছে জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গও। তাঁর অভিযোগ, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ‘বর্বর আচরণ’ করছে ভারত।

শনিবার ইরানে ইজ়রায়েলের হানাকে ‘আগ্রাসন’ বলে অভিহিত করেন শাহবাজ। তার পরেই তিনি বলেন, “গাজ়া, কাশ্মীর কিংবা ইরান, যেখানেই নিরীহ মানুষদের উপর বর্বরোচিত কাজ করা হোক না কেন, পাকিস্তান তার নিন্দা করবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement